শিল্প বাণিজ্য, Publish: 14/06/2018
ব্যবসা প্রতিষ্ঠানে ইএফডি ব্যবহার বাধ্যতামূলক
মূল্য সংযোজন কর (মূসক) ফাঁকি রোধ এবং আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা আনার লক্ষ্যে ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সারা দেশের বড় বড় রিসোর্ট, হোটেল ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার (ইসিআর) ব্যবহারের পরিবর্তে অধিকতর আধুনিক ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) স্থাপন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই প্রস্তাব করে তার বাজেট বক্তৃতায় বলেছেন, এর মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে নিবন্ধিত মূসকদাতা বা ইএফডি ব্যবহারকারীর অনলাইন সংযোগ স্থাপন হবে। ফলে মূসক ফাঁকি রোধের পাশাপাশি ব্যবসায় ব্যয় কমে বাণিজ্যের অনুকূল পরিবেশ তৈরি, রাজস্ব আয় বৃদ্ধি এবং রাজস্ব প্রশাসনে গতিশীলতা বাড়বে। খবর বাসস।