শেষের পাতা, Publish: 12/07/2018
চট্টগ্রাম বন্দরে আড়াই কোটি টাকার পণ্য আটক
ঘোষণার প্রায় দ্বিগুণ পণ্য এনে শুল্ক ফাঁকির চেষ্টা করেছে ঢাকার এক আমদানিকারক প্রতিষ্ঠান। এ অভিযোগে চট্টগ্রাম বন্দরে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের একটি পণ্যের চালান আটক করেছেন শুল্ক গোয়েন্দারা।
বুধবার কাস্টমস সূত্রে জানা যায়, ঘোষণা অনুযায়ী চীন থেকে আমদানির কথা ছিল ৫৪ হাজার ৪৪৬ কেজি ব্যাটারি ট্রাইসাইকেল স্পেয়ার পার্টস, নাট-বল্টু, স্প্রিং, ক্যাবল, লাইট, স্পীকার, টুলবক্স, বাম্পার এবং রুফ ফ্রেম। আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার কুদরত-ই-খুদা সড়কের প্রাইম ট্রেডিং। ঘোষণা অনুযায়ী আমদানি করা পণ্যের শুল্ককর আসে ৩০ লাখ টাকা। সেভাবে ছাড়িয়ে নেয়ার চেষ্টাও করছিল সংশ্লিষ্ট ক্লিয়ারিং এজেন্ট। কিন্তু শতভাগ কায়িক পরীক্ষার পর পাওয়া যায় ৯১ হাজার ৭৬৬ কেজি পণ্য, যা ঘোষণার প্রায় দ্বিগুণ। এক্ষেত্রে ৪২ লাখ টাকার শুল্ক ফাঁকির চেষ্টা হয়। চালানটি আটক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারের কাছে প্রতিবেদন দাখিল করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।