শিল্প বাণিজ্য, Publish: 12/07/2018
বাণিজ্যে জালিয়াতি প্রতিরোধে আইসিসিবির কর্মশালা
আর্থিক খাতের অপরাধীদের মোকাবেলা ও ঝুঁকি ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট জ্ঞান থাকতে হবে। কৌশলগত পরিকল্পনা থাকলে ক্ষতি হওয়ার আগেই যে কোনো প্রতিষ্ঠানের ঝুঁকি কমানোর সুযোগ থাকে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে এমনভাবে পদক্ষেপ নিতে হবে, যেন গ্রাহককে ঝুঁকি স্পর্শ করার আগেই তা মোকাবেলা করা যায়। আন্তর্জাতিক বাণিজ্যে জালিয়াতি প্রতিরোধ বিষয়ে আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান এসব কথা বলেন।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি) সম্প্রতি ঢাকা ও চট্টগ্রামে আলাদাভাবে এ কর্মশালার আয়োজন করে। কর্মশালায় ঢাকার ৩৭টি ব্যাংকের ১৯৩ জন এবং চট্টগ্রামে ২৯টি ব্যাংকের ৭৪ জন অংশ নেন। এতে আইসিসিবি নির্বাহী বোর্ডের সদস্য মো. ফজলুল হক, কর্মশালা পরিচালনাকারী আইসিসি কমার্শিয়াল ক্রাইম সার্ভিসেসের প্রধান পতেংগাল মুকোন্দন এবং আইসিসিবি সাধারণ সম্পাদক আতাউর রহমান বক্তব্য রাখেন।
মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ঝুঁকি মোকাবেলায় কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগ ও কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে।