খবর, Publish: 11/08/2018
শঙ্কায় হজযাত্রা
১৬টি ফ্লাইট বাতিল, অবিক্রীত ৮ ফ্লাইটের টিকিট
আগামী ১৬ আগস্ট শেষ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চলতি বছরের হজপূর্ব ফ্লাইট। তবে এখন পর্যন্ত শেষদিকের প্রায় আটটি হজ ফ্লাইটের টিকিট অবিক্রীত রয়েছে। অন্যদিকে পর্যাপ্ত হজযাত্রী না পাওয়ায় এরই মধ্যে ১৬টি হজ ফ্লাইট বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ অবস্থায় চলতি বছর সব হজযাত্রীর যথাসময়ে সৌদি আরব পৌঁছানো নিয়ে  শঙ্কা তৈরি হয়েছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, হজের জন্য নিবন্ধন করলেও ভিসা জটিলতা, অসুস্থতা এবং ব্যক্তিগত নানা কারণে বাংলাদেশ থেকে এবার ৬২৭ জন হজে যেতে পারছেন না। অন্যদিকে কমপক্ষে আটটি হজ ফ্লাইটের টিকিট অবিক্রীত রয়েছে বিমানের। এসব ফ্লাইটের টিকিট যথাসময়ে বিক্রি না হলে ঝুঁকিতে পড়বেন কমপক্ষে আরো এক হাজার হজ গমনেচ্ছু।

এদিকে বিমান বাংলাদশ এয়ারলাইনস সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে হজযাত্রী নিয়ে শেষ ফ্লাইটটি ছেড়ে যাবে আগামী ১৬ আগস্ট। যদিও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৪ ও ১৫ আগস্টের আটটি ফ্লাইটের টিকিট এখনো অবিক্রীত রয়ে গেছে। হজ এজেন্সিগুলোর সৌদি আরবে বাড়িভাড়া ও হজযাত্রীদের ভিসা জটিলতায় এ সংকট তৈরি হয়েছে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, হজযাত্রা নির্বিঘ্ন রাখতে বিমানের পক্ষ থেকে সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। এ বছর সৌদি সরকার অতিরিক্ত হজ ফ্লাইটের অনুমোদন দেবে না। ফলে এখনো নির্ধারিত যেসব ফ্লাইটের টিকিট অবিক্রীত রয়েছে, সেগুলো বিক্রি না হলে অনিশ্চয়তা বাড়বে।

জানা গেছে, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন পবিত্র হজ পালনের জন্য সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে ৯ আগস্ট সকাল ৯টা পর্যন্ত ১ লাখ ১৯ হাজার ২০ জন সৌদি আরবের ভিসা পেয়েছেন। গত ৯ আগস্ট সকাল ৯টা পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে সৌদি আরব পৌঁছেছেন ৫১ হাজার ২৮৪ জন এবং সৌদি এয়ারলাইনসে পৌঁছেছেন ৪৮ হাজার ৭৯ জন।

বেসরকারি হজ এজেন্সিগুলোর সংগঠন হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম জানান, এ বছর যারা হজে যাওয়ার জন্য নিবন্ধন করেছেন, সবাই যেতে পারবেন। কেউ বাদ পড়বেন না। শঙ্কার কোনো কারণ নেই। বিমানের যদি কোনো টিকিট অবিক্রীত থাকে, সেটি তাদের সমস্যা, এজন্য হজযাত্রায় কোনো সমস্যা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে এবার সম্ভাব্য হজের তারিখ ২১ আগস্ট। ১৪ জুলাই থেকে শুরু হয়েছে হজ ফ্লাইট। ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার জন সৌদি আরব যাচ্ছেন। হজ শেষে হাজিদের ফিরিয়ে আনতে ফ্লাইট শুরু হবে ২৭ আগস্ট।

হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, আমরা এখনো সুষ্ঠুভাবে সব হজযাত্রীকে সৌদি আরবে পাঠাতে কাজ করে যাচ্ছি। আশা করছি কোনো সমস্যা হবে না। নিবন্ধন করেও অনেকে হজে যেতে না পারা প্রসঙ্গে তিনি বলেন, হজে যেতে না পারার সংখ্যা খুবই অল্প। এদের বেশির ভাগই অসুস্থতা ও ব্যক্তিগত কারণে হজে যেতে পারছেন না। এছাড়া ভিসাসংক্রান্ত জটিলতাও রয়েছে।