[ প্রথম পাতা ] 2018-01-13
 
মালয়েশিয়ায় আটক ৫১ বাংলাদেশি
 
মালয়েশিয়ায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের হোতাসহ ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।
শুক্রবার দিনের প্রথম ভাগে শাহ আলম এলাকার একটি আস্ত্মানা থেকে তাদের আটক করা হয় বলে অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্ত্মাফার আলীকে উদ্ধৃত করে দ্যা স্টার অনলাইনের খবরে বলা হয়েছে।
তিনি বলেন, 'আবাং বাংলা' নামে পরিচিত ৪৩ বছর বয়সী ওই নাটের গুরম্নসহ সবাই ঢাকা থেকে জাকার্তা হয়ে নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ করে। এরা সবাই অভিবাসন বিভাগের কালো তালিকাভুক্ত।
তাদের দখলে থাকা ওই বাড়ির ওপর কয়েক সপ্তাহ ধরে নজরদারি করা হচ্ছিল বলে জানান এই অভিবাসন কর্মকর্তা।
মুস্ত্মাফার বলেন, ২০ থেকে ৪৫ বছর বয়সী বাংলাদেশিদের কেউ কেউ কালো তালিকাভুক্ত হওয়ায় আকাশপথে মালয়েশিয়ায় ঢুকতে পারেনি।
'এরা আগেও এখানে ছিল, অবৈধভাবে বা ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষের পরও কাজ করায় তাদের ধরা হয়েছিল। এ কারণেই তারা কালো তালিকাভুক্ত।'
ঘটনাস্থল থেকে ১৩ হাজার মালয়েশীয় রিঙ্গিত জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved