[ শিল্প বাণিজ্য ] 2018-01-13
 
অর্থবছরের প্রথম ছয় মাস
হিলিতে লক্ষ্যমাত্রার দ্বিগুণ রাজস্ব আহরণ
 
চলতি অর্থবছরের (২০১৭-১৮) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৪৬ কোটি ৯৭ লাখ ৮১ হাজার টাকা বেশি রাজস্ব আহরণ হয়েছে। এ সময় বন্দর থেকে ৪৬ কোটি ৭৪ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্য ছিল এনবিআরের। বিপরীতে আহরণ হয়েছে ৯৩ কোটি ৭১ লাখ ৮১ হাজার টাকার রাজস্ব।

হিলি স্থল শুল্কস্টেশন সূত্রে জানা গেছে, অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৪ কোটি ১২ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছে ২৬ কোটি ২৬ লাখ ৫১ হাজার টাকার রাজস্ব। আগস্টে লক্ষ্যমাত্রা ছিল ৬ কোটি ১১ লাখ টাকা; রাজস্ব এসেছে ১২ কোটি ৭৫ লাখ ২৯ হাজার টাকার। এছাড়া সেপ্টেম্বরে ৭ কোটি ৬৬ লাখ টাকার বিপরীতে ৬ কোটি ৮৯ লাখ ২৪ হাজার টাকা, অক্টোবরে ১০ কোটি ৫৮ লাখ টাকার বিপরীতে ১১ কোটি ৮৭ লাখ টাকা, নভেম্বরে ৮ কোটি ১৫ লাখ টাকার বিপরীতে ১৯ কোটি ৪৬ লাখ টাকা ও ডিসেম্বরে ১০ কোটি ১২ লাখ টাকার বিপরীতে ১৬ কোটি ৪৭ লাখ ৭৭ হাজার টাকার রাজস্ব আহরণ হয়েছে।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন জানান, দেশের বাজারে চাহিদা ভালো থাকায় হিলি স্থলবন্দর দিয়ে প্রচুর পরিমাণে পাথর আমদানি হচ্ছে। পাশাপাশি ভারত থেকে চালও আমদানি হচ্ছে প্রচুর।

হিলি স্থল শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. মশিয়ার রহমান মণ্ডল জানান, অর্থবছরের প্রথম ছয় মাসে শুধু চাল আমদানি থেকেই রাজস্ব এসেছে ৪৫ কোটি টাকা। পাথর আমদানি থেকে ১০ কোটি টাকার রাজস্ব এসেছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved