[ ] 2018-04-17
 
বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম মেলায়
৬টি আন্তর্জাতিক রুটে বিমানের টিকেটে ২০% ছাড়!!!
 
আগামী ১৯-২১ এপ্রিল ২০১৮ পর্যন্ত অনুষ্ঠিতব্য বিমান বাংলাদেশ ট্রাভেল এ্যান্ড ট্যুরিজম মেলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি আন্তর্জাতিক রুটে ২০% ছাড় দেবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৩ দিনের এই মেলা উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল, এমপি। ট্যুর অপারেটর এসোসিয়েশন  (টোয়াব) আয়োজিত দেশের সর্ববৃহৎ এই আন্তর্জাতিক পর্যটন মেলার টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

মেলা উপলক্ষে দেশী-বিদেশী পর্যটকদের উৎসাহিত করতে এবং ভ্রমণ পিপাসুদের জন্য ঢাকা থেকে ব্যাংকক, সিংগাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কোলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসে বিমান ২০ শতাংশ ছাড় দেবে। বিটিটিএফ মেলায় বিমানের ষ্টল হতে ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন ভাড়া ১৭,৬৩১/- টাকা, ঢাকা-সিংগাপুর-ঢাকা  ২২,৫৩৫/- টাকা, ঢাকা-ইয়াংগুন-ঢাকা ২৪,৩১৮/- টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা ২০,৪৬৯/- টাকা, ঢাকা-কোলকাতা-ঢাকা ৯,৯১৯/- টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-ঢাকা ১৫,২০১/- টাকা এবং চট্টগ্রাম-কোলকাতা-চট্টগ্রাম ১০,৫৮১/- টাকায় টিকেট ক্রয় করা যাবে। টিকেট ক্রয়ের জন্য পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি সংগে আনতে হবে।

প্রসংগত, মেলা চলাকালীন বিমান ষ্টল হতে আন্তর্জাতিক অন্যান্য রুটে ৭% এবং অভ্যন্তরীণ রুটে ১০% ছাড়ে প্রযোজ্য বাজার মূল্যে টিকেট কেনা যাবে। মেলা পরিদর্শনে আসা দর্শনার্থীদের জন্য প্রবেশ টিকেটে র্যাফেল ড্র-এর মাধ্যমে সৌজন্য টিকেটের ব্যবস্থা থাকবে যেখানে পুরস্কার হিসেবে থাকছে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে কাপল রিটার্ন টিকেট। বিমান ষ্টল হতে সকল ধরণের ক্রেডিট কার্ডসহ নগদ মূল্যে টিকেট ক্রয় করা যাবে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

Print Close  
Print Close  
No link found
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved