[ শেষ পাতা ] 2018-05-27
 
চীন থেকে কেনা হচ্ছে সাতটি এয়ারক্রাফট
 
সজীব হোমরায়:

দেশের বিমান বাহিনীর জন্য সাতটি কে-৮ডব্লিউ জেট ট্রেইনার এয়ারক্রাফট কেনা হচ্ছে। চীন সরকারের কাছ থেকে জি টু জি ভিত্তিতে ট্রেইনার এয়ারক্রাফটগুলো
কেনা হবে। এজন্য ব্যয় হবে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা। ২০১৭-১৮, ২০১৮-১৯, ২০১৯-২০ এবং ২০২০-২০২১-এ চার অর্থবছরে চুক্তিমূল্য হিসেবে (ডলারের বিনিময় হারের তারতম্যে মূল্য পরিবর্তন হতে পারে) তা পরিশোধ করা হবে। এজন্য চলতি অর্থবছর ৩১ কোটি ৯৯ লাখ টাকা বরাদ্দের অনুমোদন চেয়েছে প্রতিরক্ষা মন্ত্রনালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ বিমান বাহিনীর জন্য সাতটি কে-৮ডব্লিউ জেট ট্রেইনার এয়ারক্রাফট কেনার নীতিগত অনুমোদন দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। চীন সরকারের সঙ্গে জি টু জি (গভর্মেন্ট টু গভর্মেন্ট) প্রক্রিয়ায় তিন অর্থবছরে এলসির মাধ্যমে মূল্য পরিশোধের ভিত্তিতে এ অনুমোদন দেওয়া হয়।
সাতটি কে-৮ডব্লিউ জেট ট্রেইনার এয়ারক্রাফটের মূল্য ‘রেমিট’ এর মাধ্যমে চার অর্থবছরে পরিশোধ করা হবে। এজন্য চলতি অর্থবছর ৩৮ লাখ ৫৪ হাজার ৪৩৪ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ৩১ কোটি ৯৯ লাখ ১৮ হাজার ৪৩ টাকা (ডলারের মূল্য ৮৩ টাকা ধরে)। ২০১৮-১৯ অর্থবছরে ১ কোটি ৯২ লাখ ৭২ হাজার ১৭১ মার্কিন ডলার পরিশোধ করতে হবে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ দাড়ায় ১৫৯ কোটি ৯৫ লাখ ৯০ হাজার ২১৬ টাকা। আর ২০১৯-২০২০ অর্থবছরে ৩ কোটি ৮ লাখ ৩৫ হাজার ৪৭৪ মার্কিন ডলার পরিশোধ করতে হবে। অর্থাৎ বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২৫৫ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৩৪৫ টাকা। সর্বশেষ ২০২০-২০২১ অর্থবছরে ২ কোটি ৩১ লাখ ২৬ হাজার ৬০৫ দশমিক ৫২ মার্কিন ডলার পরিশোধ করতে হবে, দেশীয় টাকায় যার পরিমাণ ১৯১ কোটি ৯৫ লাখ ৮ হাজার ২৫৮ টাকা। বীমা ও ভ্যাট বাবদ দেশীয় মুদ্রায় পরিশোধ করতে হবে আরও ১০ কোটি ১৩ লাখ ৮৩ হাজার ৩২৩ দশমিক ৯০ টাকা। অর্থাৎ সবমিলিয়ে চার অর্থবছরে খরচ হবে ৬৪৯ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ১৮৭ টাকা।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved