[ শেষের পাতা ] 2018-05-27
 
হজে বিমান ভাড়া কমানো ও থার্ড ক্যারিয়ার চালুর দাবি হাবের
 
আসন্ন মওসুমে হজযাত্রীদের বিমান ভাড়া কমানো ও থার্ড ক্যারিয়ার চালুর দাবি জানিয়েছে বেসরকারি হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব। গতকাল রাজধানীর পুলিশ কনভেনশন হলে ইফতার মাহফিলে হাবের মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম এ দাবি জানান। তিনি বলেন, হজে বিমান ভাড়া অনেক বেশি ধরা হয়েছে, যা এখনো কমানো সম্ভব। একইভাবে লক্ষাধিক হজযাত্রীকে মাত্র দু’টি বিমান সংস্থার মাধ্যমে পরিবহন করার কারণে প্রতি বছর ব্যাপক অসুবিধায় পড়েন হজযাত্রীরা। তাতে ফ্লাইট বিপর্যয় ও স্লট বাতিলের ঘটনাও ঘটে। এ জন্য অন্যান্য বিমান সংস্থাকেও হজযাত্রী পরিবহনের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। এ ছাড়া ধর্মমন্ত্রণালয়ের কাছে হজ এজেন্সিগুলোর বকেয়া পাওনা পরিশোধের আহ্বান জানান হাব মহাসচিব। অনুষ্ঠানের বিশেষ অতিথি ধর্ম মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নজিবুল বাশার মাইজভাণ্ডারি হাবের সাথে একমত পোষণ করলেও বিমান মন্ত্রণালয়ের সচিব মহিবুল হক ও ধর্মসচিব আনিছুর রহমান জানান, এ বছর বিমান ভাড়া কমানো ও থার্ড কেরিয়ার চালু করা সম্ভব নয়। তবে আগামী বছর এ দু’টি দাবি মানা যেতে পারে। অনুষ্ঠানে প্রধান অতিথি বেসরকারি বিমান ও পরিবহন মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেন, হজ পবিত্র আমানত। এটি নিয়ে কোন রাজনীতি করতে চাই না। তবে হাবের দাবি নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে বিষয়টির সুরাহা করা সম্ভব। তিনি আসন্ন হজ ব্যবস্থাপনা সুষ্ঠূভাবে সম্পন্নের জন্য সরকারি দল, অন্যান্য রাজনৈতিক দল, হাবসহ সবার সহযোগিতা কামনা করেন।

হাবের সভাপতি আবদুস ছোবহান ভূঁইয়ার সভাপতিত্বে মাহফিলে আরো উপস্থিত ছিলেন, ধর্মমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান বজলুল হক হারুন, সদস্য এ কে এম আউয়াল ও আমির হোসেন, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচএম আল মুতাইরি, হাবের সহ-সভাপতি মাওলানা ইয়াকুর শরাফতি, অর্থসচিব মাওলানা ফজলুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে হাবের পক্ষ থেকে ৬৪ জন হাফেজকে সম্মাননা ও ক্রেস্ট দেয়া হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved