[ শিল্প বাণিজ্য ] 2018-07-12
 
বিদেশি ব্যবসায়ীদের ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের:বার্নিকাট
 
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সিয়া স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, মার্কিন কোম্পানি এদেশে বিনিয়োগ করেছে এবং একই সাথে তারা প্রযুক্তিও হস্তান্তর করছে। ইউএসএআইডি বাংলাদেশের কর ও শুল্ক খাতে উন্নয়নের লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাথে কাজ করে যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে উন্নত ব্যাবসায়িক পরিবেশ আশা করে এবং সেই লক্ষ্যে সহযোগিতা করে যাচ্ছে। তিনি বলেন, আমরা ব্যবসায়ীদের এখানে আনার ব্যবস্থা করেছি। এখন তাদের ধরে রাখার দায়িত্ব বাংলাদেশের। গতকাল ঢাকার ব্র্যাক সেন্টরে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ (আইবিএফবি) এর ১৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন। এসময় তিনি বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে বাংলাদেশের প্রশংসা করে বলেন, আমি ব্যবসায়ী কমিউনিটিকে একসঙ্গে কাজ করা আহ্বান জানাই। যখন বিদেশি বিনিয়োগকারীর সঙ্গে ডিল হবে তখন যেন সবার জন্য সমান লেবেল প্লেইং ব্যবস্থা থাকে সে আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইসিবি চেয়ারম্যান ড. মুজিব উদ্দিন আহমেদ বলেন বাংলাদেশিদের বিদেশে বিনিয়োগের ক্ষেত্রে অর্জিত আয়ের অংশ দেশে আনা এবং বিদেশি বিনিয়োগকারীদের তাদের আয়ের অংশ তাদের দেশে নেয়ার বিষয় সঠিক মনিটরিং করা দরকার। আইবিএফবির প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন আইবিএফবি ব্যাবসায়িক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং সরকার কিছু সুপারিশ গ্রহন করেছে।

গত কয়েক বছরে ওয়ান স্টপ সার্ভিস এ্যাক্ট, জাহাজ নির্মাণ, হালকা প্রকৌশল, বেসরকারি খাত উন্নয়নসহ বিভিন্ন খাতে অগ্রগতি হয়েছে। তিনি বাংলাদেশে উপযুক্ত সংখ্যক আমেরিকান বিজনেস কর্নার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মার্কিন রাষ্ট্রদূতকে আহবান জানান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আইবিএফবির  ২০১৮-১৯ মেয়াদে প্রেসিডেন্ট, ২জন ভাইস প্রেসিডেন্ট  ও ৪জন পরিচালক নির্বাচন করা হয়। ব্যবসায়ী হুমায়ুন রশিদকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়। আইবিএফবি’র ভাইস প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) নির্বাচিত হয়েছেন যথাক্রমে এম এস সিদ্দিকী এবং সি ই ও লুতফুন্নিসা সৌদিয়া খান। এ ছাড়া ড. মো. আলী আফজাল এবং ইঞ্জিনিয়ার রাজিব হায়দার প্রথমবারের মতো আইবিএফবি’র পরিচালনা পর্ষদের পরিচালক নির্বাচিত হন। এছাড়া মতিউর রহমান, মো. ফখরুদ্দিন আইবিএফবির পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে পুননির্বাচিত হন।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved