[ শিল্প বাণিজ্য ] 2018-07-12
 
বন্দরের সক্ষমতা ও গতিশীলতা বৃদ্ধির দাবি
 
অতি দ্রুত চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি করার দাবি জানিয়েছেন চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি‘র সভাপতি মাহবুবুল আলম। বন্দর চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজ এর সাথে এক মতবিনিময় সভায় তিনি এই দাবি জানান। তিনি বিভিন্ন শিপিং এজেন্ট কর্তৃক ডকুমেন্টেশনসহ নানান চার্জ আদায় বন্ধ করা, কন্টেইনারের সিকিউরিটি মানির নামে ৫ হাজার টাকা জমা বন্ধ করার আহ্বান জানান। এর পাশাপাশ ম্যানিফেস্টেড কার্গো নিয়ে কোন জাহাজ যাতে বন্দর ত্যাগ না করে তা নিশ্চিত করা, সদরঘাটে নির্মিত লাইটার জেটির অপারেশন শুরু করার দাবী জানা। নির্মানাধীন লাইটার জেটিসমূহে ট্রাক ও কাভার্ডভ্যান চলাচলের জন্য প্রয়োজনীয় সড়ক নির্মাণ ও সংস্কার, স্পেশাল পারমিশনের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ বাতিল করা, বন্দরের জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট জরুরি ভিত্তিতে সংগ্রহ করার আহ্বান জানান। সভায় বন্দর চেয়ারম্যান বলেন, অনৈতিকভাবে শিপিং এজেন্ট কর্তৃক কোনো ধরণের চার্জ আদায় করা হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া তিনি শিপিং এজেন্ট কর্তৃক ডিও ইস্যু বিকেল ৫টার পরও অব্যাহত রাখা, বার্থিং তারিখের পরিবর্তে জাহাজ থেকে সম্পূর্ণ পণ্য খালাসের পর বন্দরের কমন ল্যান্ডিং থেকে ফ্রি টাইম কাউন্ট করাসহ আইসিডি নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে বলে জানান।

তিনি আরো বলেন, বন্দরের উত্পাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে সদরঘাটে নির্মিত লাইটারেজ জেটি অপারেশন শীগগিরই শুরু এবং বে টার্মিনাল এলাকায় জরুরি ভিত্তিতে ইয়ার্ড নির্মাণের মাধ্যমে কন্টেইনার ডেলিভারির ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে ম্যানিফেস্টেড কার্গো রেখে জাহাজ বন্দর ত্যাগ না করা ও কন্টেইনারের ডেমারেজ চার্জের ক্ষেত্রে এ লক্ষ্যে গঠিত কমিটি কর্তৃক প্রদত্ত প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved