[ ] 2018-07-12
 
মানব পাচারের অভিযোগ
মালয়েশিয়ায় ৬৬ বাংলাদেশি গ্রেফতার
 
মালয়েশিয়ায় অবৈধ শ্রমিকদের বৈধ করার জন্য বাংলাদেশি মালিকের একটি অফিস ও একটি ঘরের মধ্য থেকে ৬৬ জন বাংলাদেশিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া ইমিগ্রেশনের স্পেশাল ব্রাঞ্চ। সোমবার স্পেশাল বাহিনী কুয়ালালাম পুরের পার্শ্ববর্তী সিরি সেরডাং সেলাংগার এলাকায় অভিযান চালায়। যদিও রিহায়রিং প্রোগ্রামের আওতায় লাইসেন্স পেয়েছিল ওই বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিটি। শ্রমিকদের ঠকিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে এ অভিযান চালানো হয়। এ সময় ৯৮টি পাসপোর্টের ফটোকপি ও ২ লাখ ৫০ হাজার মালয়েশিয়ান রিংগিতসহ অফিসে কর্মরত ১১ বাংলাদেশি ও দুই মালয়েশিয় নাগরিককে গ্রেফতার করা হয়। আরেকটি রুম থেকে ৫৫ জন বাংলাদেশি ও দু’জন ভারতীয় নাগরিককে গ্রেফতার করে। ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি মোস্তফার আলী জানান, দীর্ঘদিন ধরে মালয়েশিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে অবৈধ শ্রমিক আমদানি করে মালয়েশিয়ার বিভিন্ন কলকারখানায় সাপ্লাই করত সিন্ডিকেট গ্রুপটি।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved