[ শিল্প-বাণিজ্য ও ব্যাংক ] 2018-07-12
 
ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
সিঙ্গাপুরের বিনিয়োগ সন্তোষজনক হলে জমির পরিমাণ বাড়ানো হবে
 
সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিকভাবে ৫০০ একর জমি বরাদ্দের কথা বলেছেন। তবে সিঙ্গাপুরের বিনিয়োগ সন্তোষজনক হলে জমির পরিমাণ আরো বাড়ানো হবে। গতকাল সিঙ্গাপুরের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশে সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, সিঙ্গাপুর বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক অংশীদার। দুই দেশের মধ্যে বাণিজ্যের আকার ৪০০ কোটি ডলারের বেশি। আগামীতে তা আরো বাড়বে। বর্তমানে বাংলাদেশের ১৫০টির বেশি কোম্পানি সিঙ্গাপুরে বাণিজ্য করছে।

তিনি জানান, বাংলাদেশ সফররত সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের প্রতিনিধিরা এ দেশে ব্যবসার পরিবেশ ও বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেছেন। তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে মতবিনিময়ও করেছেন। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বিশেষ সুযোগ-সুবিধা দিচ্ছে। এখন শতভাগ বিনিয়োগ ফিরিয়ে নেয়ার সুযোগ রয়েছে। উদ্যোক্তারা যেকোনো সময় বিনিয়োগকৃত অর্থ মুনাফাসহ ফিরিয়ে  নিতে পারবেন। আইনের মাধ্যমে বিনিয়োগকারীদের এ অধিকার সংরক্ষণ করা হয়েছে। সিঙ্গাপুরের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বাংলাদেশে তথ্যপ্রযুক্তি, বিদ্যুৎ ও আবাসন খাতে বিনিয়োগ করতে বেশি আগ্রহী বলে বাণিজ্যমন্ত্রী জানান।

তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। দেশের রফতানি আয় এখন প্রায় ৩ হাজার ৭০০ কোটি ডলার। রফতানির পরিমাণ দিন দিন বাড়ছে। দেশে বিদ্যুৎ উৎপাদন ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে গেছে। নতুন নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়েছে; এলএনজি আমদানি শুরু হয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তোলা হচ্ছে। শিল্প-কলকারখানায় বিদ্যুৎ ও গ্যাসের কোনো সমস্যা হবে না। সরকার সেভাবেই সব পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। বেশ কয়েকটি অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সিঙ্গাপুরকে এগুলোর একটি বরাদ্দ দেয়া হবে।

বাণিজ্যমন্ত্রী জানান, সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশ সফর করে সন্তোষ প্রকাশ করেছেন। বিনিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করা হবে। বাংলাদেশ সরকার সিঙ্গাপুরের বিনিয়োগের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

সিঙ্গাপুর ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সফররত বিজনেস ডেলিগেশনের ডেপুটি চিফ প্রসুন মুখার্জীসহ গতকালের মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের প্রেসিডেন্ট মোহা. শহিদুজ্জামান, ফেডারেশনের অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ডিরেক্টর কোডি লি, ডিরেক্টর আলান টান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মার্ক ইয়ো, সিঙ্গাপুরস্থ বিএফএন ফুডস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ বাবুল আক্তার প্রমুখ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved