[ প্রথম পাতা ] 2018-09-26
 
জিটুজি প্লাস পদ্ধতিতে সব এজেন্সির মাধ্যমে শ্রমিক যাবে মালয়েশিয়া
 
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে উদ্বেগের অবসান হচ্ছে। এখন থেকে জিটুজি প্লাস পদ্ধতিতেই বাংলাদেশের সব বৈধ রিক্রুটিং এজেন্সি মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে। গতকাল মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র নেতৃত্বে মালয়েশিয়া সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সঙ্গে দেশটির জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দু’দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের অনৈতিক ব্যবসার কারণে গত ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশি কর্মী নেওয়ার জিটুজি-প্লাস পদ্ধতি স্থগিত করে মালয়েশিয়া। এ পদ্ধতিতে বাংলাদেশের ১০টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিত মালয়েশিয়া। কিন্তু এ ১০ এজেন্সির বিরুদ্ধে একচেটিয়া ব্যবসার নামে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নিয়োগ পেতে একজন শ্রমিকের যেখানে মাত্র ৪০ হাজার টাকা লাগার কথা, সেখানে এ এজেন্সিগুলো চার লাখ টাকা পর্যন্ত নিত। এ অভিযোগ ওঠার পর তদন্ত শুরু করে মাহাথির মোহাম্মদের সরকার। শেষ পর্যন্ত এ পদ্ধতিতে কর্মী নেওয়া স্থগিত করে তারা। ফলে দেশটিতে বাংলাদেশি কর্মী প্রেরণ নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রেক্ষিতেই মালয়েশিয়া সফর করছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী।

গতকাল সকালে মালয়েশিয়ার পুত্রজায়ায় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশের পক্ষে ১১ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের শহিদুল ইসলাম। অপরদিকে দুপুরে মালয়েশিয়ার হিউম্যান রিসোর্স মন্ত্রণালয়ের মন্ত্রী এম কুলাসেগারানের সঙ্গে বৈঠক করেন প্রবাসী কল্যাণ মন্ত্রী নুরুল ইসলাম। এ সময় তিনি পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

সভায় জিটুজি প্লাস পদ্ধতিতে বাংলাদেশি সকল বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের সিদ্ধান্ত হয়। অপরদিকে কলিং ভিসায় কর্মী নিয়োগের বিষয়েও ইতিবাচক সিদ্ধান্ত হয় এবং এ প্রক্রিয়ায় অপেক্ষমাণ মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের পথ উন্মুক্ত থাকবে। এ ছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণের বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক মনোভাব রয়েছে বলে সভায় জানানো হয়েছে।

জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভায় বাংলাদেশের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সেলিম রেজা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কর্মসংস্থান) আহমেদ মুনিরুছ সালেহীন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক দেলোয়ার হোসেন ও উপ-সচিব মোহাম্মদ শাহীন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোশাররফ হোসেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ-সচিব সানজিদা শারমিন। এ ছাড়াও সভায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) সায়েদুল ইসলাম উপস্থিত ছিলেন।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved