[ শিল্প বাণিজ্য ] 2018-09-26
 
তিন দিন পর চালু হলো বেনাপোল
 
ভারতের পেট্রাপোল বন্দর ট্রাক শ্রমিক ও মালিক সমিতি সংগঠনগুলোর ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ায় তিন দিন বন্ধ থাকার পর মঙ্গলবার বিকেল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্য শুরু হয়েছে। বেনাপোল বন্দরে আমদানীকৃত পণ্য নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকদের সঙ্গে বেনাপোল বন্দর ব্যবহারকারী কয়েকটি সংগঠনের সদস্যদের দুর্ব্যবহার ও বকশিশ বাণিজ্যের প্রতিবাদে গত শনিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ হয়ে যায়। গত সোমবার বিকেলে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন ও বন্দর কর্তৃপক্ষ এবং মঙ্গলবার দুপুরে ভারতীয় প্রশাসনের সঙ্গে ভারতীয় শ্রমিক সংগঠনের ফলপ্রসূ আলোচনার পর তারা ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

পেট্রাপোল বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক শ্রমিকদের নানা হয়রানির প্রতিবাদে শ্রমিকরা গত শনিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি বন্ধ করে দেয়। এ নিয়ে একাধিক বৈঠক করেও কাজ হয়নি। যেহেতু বেনাপোল বন্দরে ২৪ ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম চালু আছে, সেহেতু পণ্যজট কমাতে সারা রাত পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে রপ্তানি পণ্য নিয়ে প্রবেশ করবে।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ভারতীয় ও বাংলাদেশের ব্যবসায়ী ও প্রশাসনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার পর মঙ্গলবার বিকেল থেকে দুই দেশের মধ্যে ফের আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা হাবিবুর রহমান জানান, ভারত-বাংলাদেশের সিঅ্যান্ডএফ এজেন্টস, বন্দর এবং প্রশাসনের মধ্যে ফলপ্রসূ আলোচনার পর মঙ্গলবার বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে নেয় ভারতীয় শ্রমিক সংগঠনগুলো।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved