[ শিল্প বাণিজ্য ] 2018-09-26
 
ভূয়া এনআইডির মাধ্যমে শেয়ার হস্তান্তর : প্রতারক চক্র থেকে সাবধান হওয়ার অনুরোধ আরজেএসসির
 
কিছু অসাধু চক্র কোম্পানির রিপোর্ট রিটার্ন দাখিলের পর শেয়ারহোল্ডার/পরিচালকদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে শেয়ার হস্তান্তর তথা পরিচালক পদে পরিবর্তন আনার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর আরজেএসসি। সরকারের প্রথম ডিজিটাল অফিস হিসেবে স্বীকৃত ই-সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানটি এসব প্রতারক ও দালাল চক্রের ব্যাপারে সাবধান হওয়ার অনুরোধ জানিয়েছে। গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আরজেএসসি এ আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরজেএসসি বলেছে, ২৩ সেপ্টেম্বর এগ্রো ইনোভেশন লিমিটেড নামের একটি কোম্পানির তিনজন পরিচালক খলিলুর রহমান খান, মো. রেজাউল হক সরকার ও বাহাউদ্দিন রুবেলের শেয়ার হস্তান্তর-সংক্রান্ত কাগজপত্র পরিদপ্তরে দাখিল করা হয়। পরবর্তীতে নিয়ম অনুযায়ী দাখিলকৃত হস্তান্তর দলিলে প্রদত্ত স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করার জন্য উল্লিখিত পরিচালকরা পরিদপ্তরে হাজির হন। তাদের মধ্যে জামিলুর রেজা তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মূল কপি প্রদর্শন করে হস্তান্তর দলিলে পুনরায় স্বাক্ষর করেন ও হস্তান্তরের সত্যতা নিশ্চিত করেন। রেজাউল হক সরকার তার মূল এনআইডির পরিবর্তে ফটোকপি উপস্থাপন করায় তার স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করা যায়নি। বাহাউদ্দিন রুবেলের এনআইডি উপস্থাপন করা হলে তা দেখে সন্দেহ হলে সংশ্লিষ্ট পরিদর্শক তার মোবাইল নম্বরসহ অন্যান্য তথ্য জানতে চান। কিন্তু তিনি সঠিক জবাব দিতে ব্যর্থ হন এবং একপর্যায়ে স্বীকার করেন, তিনি বাহাউদ্দিন রুবেল নন।

নিজের নাম হাসিনুর রহমান জানিয়ে তিনি বলেন, বাহাউদ্দিন রুবেল জাপান প্রবাসী হওয়ায় স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, কোম্পানির অথরাইজড অ্যাডভাইজার মো. সাগর শেখের সঙ্গে বাহাউদ্দিন রুবেলের স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করার বিষয়ে আলাপ করা হলে তিনি ২০ হাজার টাকার বিনিময়ে সম্ভব হবে বলে জানান। পরবর্তীতে সাগর শেখ কোম্পানির অন্য পরিচালকদের সঙ্গে যোগসাজশে বাহাউদ্দিন রুবেলের এনআইডির কপি ও ছবি নিয়ে হাসিনুর রহমানের ছবি দিয়ে বাহাউদ্দিন রুবেলের নামে নকল/ভুয়া এনআইডি প্রস্তুত করেন। পরবর্তীতে শেয়ার হস্তান্তর দলিলে প্রদত্ত স্বাক্ষরের সত্যতা নিশ্চিত করার জন্য ইন্সপেক্টর অব কোম্পানিজের কাছে এ ভুয়া এনআইডি উপস্থাপন করা হয়। পরিশেষে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হলে তাদের আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করা হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved