[ প্রথম পাতা ] 2018-09-26
 
নারী ক্রুর মাদক সেবন : মন্ত্রীকে না জানিয়েই বিমানকর্তা পুনর্বহাল
 
খোদ মন্ত্রীকে না জানিয়েই বরখাস্তের একদিনের মাথায় ফের দায়িত্ব দেয়া হয়েছে বিমানের ডিজিএম নুরুজ্জামান রঞ্জুকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের ভিভিআইপি ফ্লাইট পরিচালনার আগে নারী ক্রু সৈয়দা মাসুমা মুফতির মাদক সেবনের বিষয়টি ধামাচাপা দেয়ার অভিযোগে গত সোমবার সাময়িক বরখাস্ত করা হয় রঞ্জুকে। কিন্তু গতকাল মঙ্গলবার তাকে ফের দায়িত্ব ফিরিয়ে দেয়া হয় বলে বিমানের একটি সূত্র জানায়। এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামালকে প্রশ্ন করা হলে তিনি কিছুই জানেন না বলে মন্তব্য করেন।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে গতকাল বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ওই ক্রুকে সাসপেন্ড করা হয়েছে জানি। তদন্ত হচ্ছে। তার বস রঞ্জুকে ডিউটি দেয়া হয়েছে- তা আমি জানি না। বিমানের ব্যবস্থাপনা পরিচালককে ফোন করে বিষয়টি জিজ্ঞেস করবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন ফ্লাইটের আগে মাদক সেবন ও তথ্য গোপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিমানমন্ত্রী বলেন, দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশ (গ্রোথ) সবচেয়ে কম। এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে। এরপরও এ শিল্পে প্রত্যক্ষ ১ হাজার ১৭৮টি কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। টেকনাফে ‘এক্সক্লুসিভ’ ট্যুরিস্ট জোন করার কথাও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি জানান, আগামী ২৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিশ্ব পর্যটন দিবস। এবারের প্রতিপাদ্য ‘পর্যটন শিল্পের বিকাশে তথ্যপ্রযুক্তি’। দিবসটিকে সামনে রেখে নেয়া হয়েছে নানা কর্মসূচি। ২০১৭-১৮ অর্থবছরে দেশের জাতীয় আয়ে ভ্রমণ ও পর্যটন খাতের প্রত্যক্ষ অবদান ছিল ৪ হাজার ২৭৫ কোটি টাকা। আর আয় ছিল ৮ হাজার ৫০৭ কোটি টাকা যা জিডিপির ৪ দশমিক ৩ শতাংশ।

অনুষ্ঠানে জানানো হয়, পর্যটন দিবস উপলক্ষে ২৭ সেপ্টেম্বর র‌্যালির আয়োজন করা হবে। যা মৎস্য ভবনের সামনের সড়ক থেকে দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাষ্কর্যের সামনে গিয়ে শেষ হবে। এ ছাড়া মানিক মিয়া এভিনিউ থেকে একটি সাইকেল র‌্যালি হবে। রাজধানীর রবীন্দ্র সরোবরে ২৭-২৯ সেপ্টেম্বর ৩ দিনব্যাপী ট্যুরিজম উৎসব অনুষ্ঠিত হবে। একই সঙ্গে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ৩ দিনব্যাপী পর্যটন মেলা অনুষ্ঠিত হবে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved