[ শিল্প বাণিজ্য ] 2018-10-12
 
বাংলাদেশি রপ্তানিকারকের পোশাক তৈরি হবে শ্রীলঙ্কায়
দ্রুত বিদেশে পণ্য পাঠাতে দেশটির বন্দর ব্যবহারে বাংলাদেশকে আহ্বান
 
বিশ্ববাজারে পণ্য পাঠানোর ক্ষেত্রে সময় কমিয়ে আনতে এবং নিত্য নতুন পোশাক তৈরিতে সার্কভুক্ত দেশ শ্রীলঙ্কা বাংলাদেশি উদ্যোক্তাদের পণ্য তৈরির আগ্রহ প্রকাশ করেছে। ওই পণ্য দেশটির সমুদ্র বন্দরের মাধ্যমে ইউরোপ আমেরিকাসহ অন্য বাজারে অপেক্ষাকৃত কম সময়ে পাঠানো সম্ভব হবে বলে মনে করছে দেশটি। ফলে কম লিড টাইমের (পণ্য তৈরির ক্রয়াদেশ পাওয়া থেকে পণ্য ক্রেতাদের কাছে পৌঁছানো পর্যন্ত সময়) ক্রয়াদেশ বাংলাদেশের উদ্যোক্তাদের পক্ষে ধরা সম্ভব হবে। এতে উভয় দেশই উপকৃত হবে বলে মনে করছে শ্রীলঙ্কা। গতকাল তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতাদের সঙ্গে ইস্যুটি নিয়ে আলোচনা করেছেন শ্রীলঙ্কার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি ও ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রী মালিক সামারাবিক্রমা। দুই দিনের ঢাকা সফরকালে ৯ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মালিক সামারাবিক্রমা। রাজধানীর কাওরানবাজারে বিজিএমইএ ভবনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ছাড়াও বিজিএমইএ সভাপতি সিদ্দিকর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান জানান, বিষয়টি নিয়ে কীভাবে কাজ করা যায়, তা ঠিক করতে উভয় দেশের পোশাক খাত সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে একটি যৌথ কমিটি গঠন করা হবে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved