[ খবর ] 2018-10-12
 
রাজশাহীতে হেলিকপ্টার দুর্ঘটনা
অল্পের জন্য রক্ষা পেলেন ফরিদুর রেজাসহ ৬ জন
 
রাজশাহীর গোদাগাড়ীতে হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা, উপস্থাপিকা ও স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়াসহ ছয়জন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আঘাত গুরুতর নয় বলে জানা যায়। গতকাল বৃহস্পতিবার বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
সংশ্নিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৬০ ফুট ওপর থেকে মাটিতে পড়ে হেলিকপ্টারটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর পাইলটসহ আরোহীদের গোদাগাড়ী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
হেলিকপ্টারটিতে থাকা অন্য তিনজন হলেন- স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের পরিচালক রফিকুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র ম্যানেজার ও পাইলট। আহত চ্যানেল আইয়ের কর্মকর্তা ও পাইলটের
নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারে তুফান আলী ও সুমন চিশতী নামে দুইজন ছিলেন। ফরিদুর রেজা সাগরসহ অন্যদের সঙ্গে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের কারওরই আঘাত গুরুতর নয় বলে সংবাদমাধ্যমটি জানায়।
গোদাগাড়ী থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, গোদাগাড়ীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দিতে তারা এসেছিলেন। অনুষ্ঠান শেষে পাইলটসহ ছয়জন হেলিকপ্টারে ঢাকা ফিরছিলেন। প্রায় ৬০ ফুট ওপরে উঠতেই ইঞ্জিন বিকল হয়ে মাটিতে আছড়ে পড়ে ইমপ্রেস এভিয়েশনের ওই হেলিকপ্টার। নির্মাণাধীন একটি ভবনের ওপর এটি পড়ে যায়।
রাজশাহী-১ (তানোর- গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী বলেন, স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের আয়োজনে স্কুলের ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ অনুষ্ঠানে ফারজানা ব্রাউনিয়া আগেই এসেছিলেন। সবাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য ফরিদুর রেজা সাগর একটি হেলিকপ্টারে করে কণ্ঠশিল্পী ফেরদৌস আরাকে নিয়ে উপস্থিত হন। ফেরার সময় ফারজানাকেও নেওয়া হয়। হেলিকপ্টারটি কিছুটা উড়তেই ইঞ্জিন বন্ধ হয়ে যায়। পরে একপাশে কাত হয়ে নির্মাণাধীন একটি ভবনের ওপর পড়ে যায়। এতে আরোহীরা ব্যথা পেয়েছেন। তবে কেউই বড় ধরনের আঘাত পাননি। তাদের উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বিকেলে নভোএয়ারের একটি বিমানে রাজশাহী বিমানবন্দর থেকে তারা ঢাকার পথে রওনা দেন। বৈরী আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে হেলিকপ্টারের পাইলট তাদের জানিয়েছেন বলেও জানান তিনি। ওমর ফারুক চৌধুরী আরও জানান, আবহাওয়া শীতল হওয়ায় হেলিকপ্টারটি বিস্ম্ফোরণ হয়নি। নইলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শিমুল আখতার জানান, হেলিকপ্টারের পাইলটের নাম জানা যায়নি। দুর্ঘটনার পর এলাকায় হাজার হাজার মানুষের ভিড় হতে থাকে। আরোহীদের দ্রুত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে পৌঁছে দেওয়া হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved