[ শিল্প বাণিজ্য ] 2018-11-16
 
তিন দিনে আয়কর মেলায় সেবা নিয়েছেন ৬ লক্ষাধিক ব্যক্তি
১০১৪ কোটি টাকা কর আদায়
 
২০১০ সালে শুরু হওয়ার পর প্রতিবছরই আয়কর মেলার কলেবর বাড়ছে। সেই সঙ্গে বেড়ে চলেছে সেবাগ্রহীতার সংখ্যাও। কর অফিসে আয়কর রিটার্ন জমা দেওয়া, ই-টিআইএন নেওয়া কিংবা কর সনদ নিতে হয়রানির শিকার হতে হয় করদাতাদের। অন্যদিকে আয়কর মেলায় এর বিপরীত চিত্র। কর অফিসে যে কর্মকর্তার সঙ্গে দেখা করাই সম্ভব হয় না, কর মেলায় তার চেয়েও বড় কর্তা টেবিলের ঠিক উল্টো পাশেই করদাতাকে সহযোগিতা করার জন্য প্রস্তুত থাকেন। যে কোনো সেবা তাত্ক্ষণিক পাওয়া যাচ্ছে। এর ফলে মানুষ আয়কর মেলায় আসতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ফলে প্রতিবারই কর মেলায় সেবা গ্রহণকারীর সংখ্যা বাড়ছে।

এবার দেশব্যাপী প্রথম তিন দিনে আয়কর মেলায় এসে সেবা নিয়েছেন ৬ লাখ ১১ হাজার ৬১৪ জন। গতবার একই সময়ে এই সংখ্যা ছিল ৩ লাখ ৯৬ হাজারের কিছু বেশি। অর্থাত্ চলতি বছর প্রথম তিন দিনেই মেলায় সেবা গ্রহণকারী করদাতার সংখ্যা ৫৪ শতাংশ বেড়েছে। গত তিন দিনে সবমিলিয়ে ১ লাখ ৮৫ হাজার ৪৯৮টি রিটার্ন দাখিলের বিপরীতে মোট ১ হাজার ১৪ কোটি টাকা আয়কর আদায় হয়েছে। এছাড়া নতুন করে আয়করের খাতায় নাম লিখিয়েছেন (ই-টিআইএন নিবন্ধন) প্রায় ১৬ হাজার ব্যক্তি। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় ভিড় বাড়তে পারে। ঢাকায় সপ্তাহব্যাপী আয়কর মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আজ শুক্রবার মেলায় জুমার নামাজের জন্য দুপুর একটা থেকে দুইটা পর্যন্ত এক ঘণ্টা বিরতি থাকবে। মেলায় আয়কর রিটার্ন দাখিল, ই-টিআইএন গ্রহণ (নতুন ও পুরাতন), ই-পেমেন্ট, ই-ফাইলিং, ই-পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মেলায় আসা মুক্তিযোদ্ধা, নারী, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য রয়েছে আলাদা বুথ। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে করদাতাদের যাতায়াতের সুবিধার জন্য রাজধানীর টিএসসি, রামপুরা, বেইলি রোড, মতিঝিল, মিরপুর ও উত্তরা থেকে ১৫টি শাটল বাস সেবা দিচ্ছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved