[ দেশের খবর ] 2019-01-19
 
পাটশিল্প এগিয়ে নিতে পলিথিন পরিহার করুন ॥ পাটমন্ত্রী
 
পাট শিল্পকে এগিয়ে নিতে সকলকে পলিথিন পণ্য ব্যবহার পরিহার করার আহ্বান জানিয়েছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার নিজ বাসভবনে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী এ আহ্বান জানান।

এসময় মন্ত্রী আরও বলেন, আজকে আমরা যে হারে পলিথিন ব্যবহার করছি, তাতে করে পরিবেশের ওপর ক্ষতিকর প্রভাব পড়ছে। আর পলিথিন পরিহার করলে এ ক্ষতিকর প্রভাব থেকে আমরা বাঁচতে পারি। তাই আসুন পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এবং ক্ষতিকর পরিবেশ থেকে মুক্তি পেতে আমরা সকলে পাট জাতীয় পণ্য ব্যবহার করি। মন্ত্রী বলেন, দূষণ, ভেজাল, মাদক, যৌতুক, মানবপাচার, যৌন হয়রানিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা-ের বিরুদ্ধে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পলিথিন পণ্য ব্যবহার পরিহার করার বিষয়টি নিয়েও তারা কাজ করবে বলে আশা করছি। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীমের নেতৃত্বে শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা আলম হোসেন, সহ-সভাপতি মকবুল হোসেন, এ হাই মিলন, সাত্তার আলী সোহেল, সাধারণ সম্পাদক হাজি খলিল সিকদার, সাংগঠনিক সম্পাদক রাসেল আহম্মেদ, শফিকুল আলম ভুইয়া, আশিকুর রহমান হান্নান, এসএম শাহদাত, জাহাঙ্গীর আলম হানিফ, আরিফ হাসান আরব, সাইফুল ইসলাম প্রমুখ।

প্রকাশিত : ১৯ জানুয়ারী ২০১৯
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved