[ অর্থ-শিল্প-বাণিজ্য ] 2019-01-19
 
বাণিজ্যমেলায় এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা
 
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিশ্রæতি পণ্য না দেয়ার অভিযোগে রিকো মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানটিকে গত বৃহস্পতিবার সন্ধ্যায় জরিমানা করা হয়েছে।

এই প্রসঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আরেফিন বলেন, প্রতিষ্ঠানটি ইতালিয়ান পণ্য বলে দেশি পণ্য বিক্রি করছিল। এটি একটি হোম অ্যাপ্লায়েন্স ও ক্রোকারিজ প্রতিষ্ঠান। একের ভেতরে দশ, এমন অফার ছিল তাদের। পীরের বাগের বাসিন্দা ড. কামরুন মোস্তফার অভিযোগের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। জাতীয় ভোক্তা অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৮টি অভিযোগ পাওয়া গেছে।

এর মধ্যে ২টি সমঝোতা, একটি আইনে না পড়া ও তিনটি অভিযোগ এখনো পেন্ডিং আছে। আর একটি অভিযোগ প্রমাণিত হয়েছে। এর আগের যেকোনো সময়ের চেয়ে এবার অভিযোগ কম বলেও জানায় অধিদপ্তর।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved