[ প্রথম পাতা ] 2019-01-19
 
এখন থেকে ওষুধশিল্পে কাঁচামাল আমদানিতে ৩৬০ দিন মেয়াদী ঋণ পাওয়া যাবে
 
এখন থেকে দেশীয় ওষুধশিল্পের কারখানা মালিকরা কাঁচামাল আমদানিতে সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিট নেয়ার সুযোগ পাবে। প্রয়োজন অনুযায়ী ব্যাবহারের ধরণভেদে এ ঋণের মেয়াদ হবে ৩৬০ দিন পর্যন্ত। বাংলাদেশ ব্যাংক এর বৈদেশিক মূদ্রানীতি বিভাগ বৃহস্পতিবার এক নির্দেশে ব্যাংকগুলোর স্ব স্ব বৈদেশিক মূদ্রা বিনিময় শাখাকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যাবস্থা নিতে বলেছে।

নির্দেশে বলা হয়, সরকার কর্তৃক ২০১৮ সালের মে মাসে ওষুধশিল্পের জন্য জারি করা নতুন ’উৎপাদন ও রপ্তানী’ নীতিমালার আলোকে এই ঋণ সুবিধা উম্মূক্ত করা হয়েছে। বাংলাদেশের ওষুধশিল্প বিগত দুই দশক ধরে রপ্তানী ক্ষেত্রে আশাব্যাঞ্জক অগ্রগতি সাধন করেছে। গত ছয় মাসে (জুলাই-ডিসেম্ব^র ২০১৮) ওষুধ শিল্পে রপ্তানী আয় হয়েছে ৭০ মিলিয়ন মার্কিন ডলার ।
চীন, জাপান সহ ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় ১৫০ টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানী হয়।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved