[ ] 2019-01-19
 
জাপানে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে হাতকড়া পরানোর ঘটনায় বিতর্কের ঝড়
 
জাপানে বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে হাতকড়া পরিয়ে ও কোমরে দড়ি দিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি প্রকাশের পর অনলাইনে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে। জাপানের অনেকেই মন্তব্য করেছেন যে, আটক অভিবাসন প্রত্যাশীর সঙ্গে দুর্ধর্ষ অপরাধীর মতো আচরণ করা হয়েছে। অভিবাসন প্রত্যাশীদের মানবাধিকার রক্ষায় জাপানের অভিবাসন কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতেও আহবান জানিয়েছেন তারা। তবে টোকিও’র আঞ্চলিক অভিবাসন ব্যুরো বলেছে, অভিবাসন প্রত্যাশী যাতে পালিয়ে যাওয়া ঠেকাতে হাতকড়া পরানো ও দড়ি বাঁধা জরুরি ছিল।

জাপানের একটি হাসপাতালে গত বছরের অক্টোবরে তোলা একটি ছবি সম্প্রতি অনলাইনে ছড়িয়ে পড়ে। জাপান টাইমসে প্রকাশিত ওই ছবিতে দেখা গেছে, হাতকড়া পরানো অবস্থায় মারুফ আব্দুল্লাহ নামে এক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে গেছেন অভিবাসন কর্মকর্তারা। তাদেরই একজন আবার মারুফের কোমরে বাঁধা দড়িটি ধরে রেখেছে। সে সময় এক প্রত্যক্ষদর্শী ছবিটি তুলেছিলেন। পরে আশাহি ওডা নামে একজন ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।

জাপান টাইমস জানিয়েছে, এরই মধ্যে অনলাইনে ছড়িয়ে পড়া ছবিটি নিয়ে তুমুল বিতর্ক ও আলোচনা চলছে। ছবির নিচে দেওয়া কমেন্টে একজন লিখেছেন, এ ঘটনা আমার কাছে নিষ্ঠুর আচরণ বলে মনে হলো। উনি তো চোর বা খুনি নন। জাপানে অভিবাসন প্রত্যাশীদের মানবাধিকার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন দেশটির চিও বিশ্ববিদ্যালয়ের ল’ স্কুলের আন্তর্জাতিক মানবাধিকার আইন বিষয়ক অধ্যাপক ইয়াসুজো কিতামুরা।

জাপানে বৈধ ভিসা না নিয়ে গেলে অভিবাসন প্রত্যাশীদের বন্দিশিবিরে আটক রাখা হয়। সেখানে রেখেই তাদের বিতাড়নের প্রক্রিয়া সম্পন্ন করে কর্তৃপক্ষ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved