[ ] 2019-01-19
 
কুয়েতে দূতাবাসে বাংলাদেশিদের হামলা আহত ৩
 
কুয়েতের বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়েছে সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীরা। এ ঘটনায় দূতাবাসের প্রধান কাউন্সেলর মোহাম্মদ আাানিসুজ্জামানসহ তিন জন আহত হয়েছেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কুয়েতের ‘লেসকো কোম্পানিতে’ কর্মরত প্রায় চারশো বাংলাদেশি শ্রমিক বেতন ও আকামার দাবিতে দূতাবাসে অবস্থান নেন। এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে দূতাবাসে ভাঙচুর চালায়।

সূত্র জানায়, শ্রমিকরা দূতাবাসে এসে রাষ্ট্রদূতের কাছে তাদের বকেয়া বেতন ও আকামা সমস্যার অভিযোগ করেন। এরপর কোম্পানির সঙ্গে কথা বলে তাদের এ সমস্যা দ্রুত সময়ে সমাধান করার আশ্বাস দেন রাষ্ট্রদূত। এ ব্যাপারে কোম্পানিটির কর্তৃপক্ষের কাছ থেকে একটি লিখিত পত্রও নেওয়া হয়। এরপর রাষ্ট্রদূত শ্রমিকদের কর্মস্থলে ফিরে যেতে অনুরোধ করেন। কিন্তু শ্রমিকরা দূতাবাস থেকে বের হওয়ার সময় উত্তেজিত হয়ে দূতাবাসের বাইরে ও ভেতরে টিভি, কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় তিন জন আহত হন। রাষ্ট্রদূত জানান, স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, লেসকো নামের কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীরা গত তিন মাস ধরে বেতন পাচ্ছেন না। কাজ করার বৈধ কাগজপত্র বা আকামাও পাচ্ছেন না তারা। এসব সমস্যার কারণে অনেকটা মানবেতর জীবনযাপন করছেন এসব কর্মীরা।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি যাতে না হয় সে বিষয়ে পদক্ষেপ নিতে বিদেশে বাংলাদেশের সকল দূতাবাস ও প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কুয়েত দূতাবাসের পরিস্থিতি এখন পুরোপুরি শান্ত রয়েছে। লেসকো কোম্পানির মালিককে কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ডেকে পাঠানো হয়েছিল এবং ঐ কোম্পানি ৫ ফেব্রুয়ারির মধ্যে বেতন পরিশোধ ও আকামা নবায়নসহ সকল সমস্যা সমাধানে রাজি হয়েছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved