[ পাতা ৩ ] 2019-01-19
 
রাজস্ব ঘাটতি ছয় মাসে ৬৩৬৭ কোটি টাকা
 
মো. মহিউদ্দিন:

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসকে ২৭ হাজার ৭২৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিয়েছিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ২১ হাজার ৩৫৭ কোটি ৮৮ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে ছয় হাজার ৩৬৭ কোটি টাকা কম। অর্থাৎ প্রবৃদ্ধির হারে যা ২২.৯৬ শতাংশ পিছিয়ে। গত ছয় মাসের প্রবৃদ্ধি ৬ শতাংশেরও কম। সাধারণত ১৫ থেকে ১৮ শতাংশ প্রবৃদ্ধিকে সন্তোষজনক ধরা হয়।

সংশ্লিষ্টরা বলছেন, কাস্টমস কর্তৃপক্ষের নজরদারির অভাব, জালিয়াতি রোধ করতে না পারা, কর্মকর্তাদের ঘুষের প্রতি আগ্রহ এবং রাজস্ব আদায়ে অনীহার কারণে ঘাটতি পূরণ সম্ভব হচ্ছে না। তবে কাস্টম কর্মকর্তাদের দাবি, একাদশ জাতীয় নির্বাচনের কারণে আমদানি রপ্তানি কমে যাওয়ায় রাজস্ব আদায় কমেছে। অর্থবছরের বাকি ছয় মাসে এ লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। এ ছাড়া গত অর্থবছরের একই সময়ের তুলনায় এবার এক কোটি টাকা বেশি আদায় হয়েছে, যা আশাব্যঞ্জক।

কাস্টমস সূত্র জানায়, ২০১৮-১৯ অর্থবছরে চট্টগ্রাম কাস্টমস হাউস রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৫৭ হাজার ৪৬২ কোটি ৭৯ লাখ টাকা। এর মধ্যে প্রথম ছয় মাসের লক্ষ্যমাত্রা ২৭ হাজার ৭২৪ কোটি টাকা। কিন্তু রাজস্ব আদায় করা গেছে ২১ হাজার ৩৫৭ কোটি টাকা।

সূত্র জানায়, চট্টগ্রাম কাস্টমসে চলতি অর্থবছরের ডিসেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল চার হাজার ৭৬৬ কোটি টাকা। বিপরীতে আদায় হয়েছে তিন হাজার ৩৬০ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে ২৯.৫০ শতাংশ কম। অন্যদিকে গত ছয় মাসের মোট প্রবৃদ্ধির তুলনায় ডিসেম্বরে প্রবৃদ্ধি হ্রাস পেয়ে ৫.২ শতাংশে নেমেছে। এর আগের তিন মাসে প্রবৃদ্ধি ছিল ১০.২৩ শতাংশ। নভেম্বরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল পাঁচ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকা। বিপরীতে ২৮.১২ শতাংশ কমে রাজস্ব আদায় হয়েছে তিন হাজার ৮১১ কোটি সাত লাখ টাকা। অক্টোবরে ৯.৭১ শতাংশ প্রবৃদ্ধি হলেও তা কমে নভেম্বরে এসে দাঁড়ায় ৭.৪ শতাংশে।

অর্থবছরের প্রথম মাসে চট্টগ্রাম কাস্টমস চার হাজার ৩৭৩ কোটি ৮৩ লাখ টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে তিন হাজার ৩১১ কোটি ৯৩ লাখ টাকা। যা এক হাজার ৬১ কোটি ৯ লাখ টাকা বা ২৪.২৮ শতাংশ কম। আগস্টে লক্ষ্যমাত্রা চার হাজার ৬৫৩ কোটি ৪৭ লাখ টাকার চেয়ে এক হাজার ১৯২ কোটি ৯২ লাখ টাকা কমে আদায় হয়েছে তিন হাজার ৪৬০ কোটি ৫৫ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে ২৫.৬৪ শতাংশ কম।

সেপ্টেম্বরে তিন হাজার ৯০৮ কোটি ৬৭ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে তিন হাজার ৬৭১ কোটি ২২ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে ২৩৭ কোটি ৪৫ লাখ টাকা কম। অক্টোবরে চার হাজার ৭১৯ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে তিন হাজার ৬৬৩ কোটি ৬৯ লাখ টাকা। যা লক্ষ্যমাত্রা থেকে এক হাজার ৫৫ কোটি ৯১ লাখ টাকা বা ২২.৩৭ শতাংশ কম।

এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কমিশনার ড. একেএম নুরুজ্জামান বলেন, বিভিন্ন কারণে রাজস্ব আদায় কমেছে। এর মধ্যে বড় কারণ জাতীয় নির্বাচন। এর পরও বিগত বছরের তুলনায় রাজস্ব আদায়ের হার বেড়েছে। এ ছাড়া বাজেটে বেশ কিছু পণ্যে শুল্কহার কমানো এবং রেয়ারি সুবিধার কারণেও রাজস্ব আদায় কিছুটা কমেছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved