[ শেষের পাতা ] 2019-01-19
 
কুয়েতে বাংলাদেশি দূতাবাস ভাঙচুর
 
বেতন পরিশোধের দাবিতে হামলা চালিয়ে কুয়েতের বাংলাদেশি দূতাবাস ভাঙচুর করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে দূতাবাসের কাউন্সিলরসহ চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার আরব টাইমস পত্রিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, কুুয়েতের লেসকো কোম্পানিতে প্রায় ৩০০ বাংলাদেশি শ্রমিক কাজ করেন। তবে গত তিন মাস ধরে তাদের বেতন দেয়নি কোম্পানি। বকেয়া বেতন পরিশোধের দাবিতে বৃহস্পতিবার তারা দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় একদল শ্রমিক দূতাবাসে ঢুকে ভাঙচুর চালান।

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম বলেন, দূতাবাসে এসে কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হয় শ্রমিকদের। কিন্তু তারা তা না শুনেই দূতাবাস ভাঙচুর করেছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved