[ দেশের খবর ] 2019-03-26
 
হিলি স্থলবন্দরে অটোমেটেড সিস্টেম চালু নিয়ে মতবিনিময়
 
দিনাজপুরের হিলি স্থলবন্দরে অটোমেটেড সিস্টেম চালু নিয়ে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের সম্মেলন কক্ষে হিলি স্থল শুল্কস্টেশন কর্তৃপক্ষ এ সভার আয়োজন করে।

হিলি স্থল শুল্কস্টেশনের যুগ্ম কমিশনার মীর আবু আব্দুল্লাহ আল সাদাতের সভাপতিত্বে সভায় রংপুর কাস্টমের সহকারী প্রোগ্রামার আব্দুল মমিন, রাজস্ব কর্মকর্তা আব্দুল হালিম, মোফিজুর রহমান, সামসুল হক, পানামা হিলি স্থলবন্দরের সহকারী ব্যবস্থাপক এসএম হায়দার, জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, সিঅ্যান্ডএফ এজেন্ট আব্দুল আজিজ, হানিফ লস্কর প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় কাস্টমস কর্মকর্তারা বলেন, অটোমেটেড সিস্টেম চালু হলে বন্দরের আমদানি-রফতানিসহ কাস্টমসের সব কার্যক্রমে গতি আসবে। এতে পণ্য আমদানি ও বন্দর থেকে ছাড়করণে সময়ও কম লাগবে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved