[ শেয়ারবাজার ] 2019-03-26
 
সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ
বিএসইসির অনুষ্ঠান বয়কট করেছেন সংবাদকর্মীরা
 
পেশাগত দায়িত্ব পালনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) সংবাদকর্মীদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পুঁজিবাজারসংশ্লিষ্ট সংবাদকর্মীরা। এ সমস্যা সমাধানের আগ পর্যন্ত কমিশনের অনুষ্ঠান বয়কট করারও প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব ভবনে বিনিয়োগ শিক্ষা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএসইসিতে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের তীব্র বিরোধিতা করেন উপস্থিত সংবাদকর্মীরা। এ সময় কমিশন কর্মকর্তাদের সঙ্গে তাদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যার প্রতিবাদে অনুষ্ঠান বয়কট করেন তারা। প্রবেশাধিকারের সুরাহা হওয়ার আগ পর্যন্ত বিএসইসির সব অনুষ্ঠান বর্জন করারও প্রাথমিক সিদ্ধান্ত হয়।

এদিকে সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে পুঁজিবাজার সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল সন্ধ্যায় তারা বলেন, বিএসইসির মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এ আচরণ মুক্ত স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠার অন্তরায়। স্বাধীন সংবাদিকতার পথকে রুদ্ধ করে এমন কোনো বিষয় সাংবাদিক সমাজ মেনে নেবে না। একটি দায়িত্বশীল সাংবাদিক সংগঠন হিসেবে কঠোর কর্মসূচি দেয়ার আগে সিএমজেএফ এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে অনতিবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য বিএসইসির চেয়ারম্যানকে অনুরোধ জানাচ্ছে। আর এর গ্রহণযোগ্য সমাধান না হলে সাংবাদিকদের মর্যাদার স্বার্থে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সিএমজেএফ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved