[ শেয়ারবাজার ] 2019-03-26
 
ডিবিএ, বিএমবিএ ও শীর্ষ ব্রোকারদের সঙ্গে ডিএসইর বৈঠক অনুষ্ঠিত
 
শেয়ারবাজারে অব্যাহত নিম্নমুখিতা থেকে উত্তরণ নিয়ে আলোচনার জন্য গতকাল ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন (ডিবিএ), বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও শীর্ষ ব্রোকারেজ হাউজগুলোর প্রতিনিধিদের সঙ্গে গতকাল বৈঠক করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। সেখানে সঞ্চয়পত্রের সুদহার হ্রাস, লেনদেন নিষ্পত্তির সময় শূন্য দিনে নামিয়ে আনা, স্ক্রিপ নিটিং সুবিধা চালু করা, বিদেশী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর মতো নানা সুপারিশ উঠে আসে।

ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিবিএ সভাপতি মো. শাকিল রিজভী, বিএমবিএ সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন চৌধুরী, ডিএসইর পরিচালক শরীফ আতাউর রহমান, মিনহাজ মান্নান ইমন ও ব্যবস্থাপনা পরিচালক কে. এ. এম. মাজেদুর রহমান এবং শীর্ষস্থানীয় ব্রোকারেজ হাউজগুলোর অনেক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

পুঁজিবাজারের পরিস্থিতি ক্রমেই নিম্নমুখী উল্লেখ করে ডিএসই চেয়ারম্যান বলেন, এ পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ডিএসইর পর্ষদ বাজারসংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে। এ বৈঠক থেকে পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন ধারণা উঠে আসবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে বাজারের নানা বিষয় নিয়ে সব পক্ষের আলোচনার পর তারল্য পরিস্থিতি উন্নয়নে বেশ কয়েকটি সুপারিশ উঠে আসে। এর মধ্যে সঞ্চয়পত্রের সুদহার কমানো, মিউচুয়াল ফান্ডকে আরো সক্রিয় করা, লেনদেন নিষ্পত্তির সময়সীমা শূন্য দিনে নামিয়ে আনা, একই শেয়ারে পূর্ণাঙ্গ নিটিং সুবিধা চালু করা অন্যতম।

বাজারের পরিবেশ উন্নয়নে করপোরেট ডিসক্লোজারের স্বচ্ছতা বাড়ানো, প্লেসমেন্ট শেয়ারের নীতিমালা প্রণয়ন, আইপিওতে কোটা প্রথা বাতিল, বহুজাতিকসহ ভালো মৌল ভিত্তির কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করা, তালিকাভুক্ত কোম্পানির লভ্যাংশে ধারাবাহিকতা রক্ষা, লেনদেনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য গাইডলাইন তৈরির সুপারিশ আসে।

কৌশলগত বিনিয়োগকারীর মাধ্যমে বিদেশী বিনিয়োগ আকর্ষণ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সক্ষমতা বৃদ্ধি, আইসিবির মতো আরো বিনিয়োগ প্রতিষ্ঠান গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন স্টেকহোল্ডাররা। নীতিনির্ধারকদের কাছ থেকে কৌশলগত দিকনির্দেশনা বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে বলে মত দেন বক্তারা। ব্রোকারেজ হাউজের সেবার মান উন্নয়নে তাদের সার্ভিস বুথ চালুরও মত দেন ডিএসই সদস্যদের প্রতিনিধিরা।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved