[ শিল্প-বাণিজ্য ] 2019-03-26
 
বেজাকে আরও ৫০ কোটি টাকা দিল বিজিএমইএ
 
রাজধানীর পান্থপথে বেজা কার্যালয়ে সোমবার সংস্থার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে ৫০ কোটি টাকার চেক তুলে দেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান-সংগৃহীত চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পোশাক শিল্প পার্কে জমি বরাদ্দের জন্য বেজাকে আরও ৫০ কোটি টাকা দিয়েছে বিজিএমইএ। শিল্পনগরটির বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরীর হাতে গতকাল সোমবার টাকার চেক তুলে দেন সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান।

রাজধানীর পান্থপথে বেজা কার্যালয়ে চেক প্রদান অনুষ্ঠানে পোশাক শিল্প পার্কের নির্মাণ অগ্রগতি নিয়ে বিজিএমইএ নেতাদের অবহিত করেন পবন চৌধুরী। নির্মাণ কাজ দ্রুতগতিতে চলছে জানিয়ে তিনি বলেন, যত দ্রুত সম্ভব পার্কটিতে উৎপাদন শুরুর জন্য বুঝিয়ে দেওয়া হবে। কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (ইটিপি) এবং মূল সড়ক থেকে বিভিন্ন কারখানা গেট পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় নিয়েও আলোচনা হয় এ সময়। বিজিএমইএ সহসভাপতি মোহাম্মদ নাছির ও বেজার নির্বাহী সদস্য (অতিরিক্ত সচিব) হারুনুর রশিদসহ অন্যান্য কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন।

বিচ্ছিন্নভাবে গড়ে ওঠা পোশাক কারখানাগুলোকে পরিকল্পিত শিল্প এলাকায় সুযোগ করে দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রামের মিরসরাইয়ে বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে পোশাক শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানের শিল্প পার্ক নির্মাণে বিজিএমইএকে ৫০০ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছে গত বছরের মার্চে। এ-সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি সইয়ের দিন বেজাকে ২৫ কোটি টাকা দিয়েছে বিজিএমইএ। পরের মাসে আরও ২৫ কোটি এবং সর্বশেষ গতকালের ৫০ কোটি মিলে এ পর্যন্ত বেজাকে ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে।

দুই ক্রেতাজোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের পরিদর্শনে যে সব কারখানাকে স্থানান্তরের জন্য পরামর্শ দেওয়া হয়েছে সেই কারখানাগুলোকে এই শিল্প পার্কে প্লট দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে বিজিএমইএ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved