[ শিল্প বাণিজ্য ] 2019-03-26
 
জেট এয়ারওয়েজের চেয়ারম্যান নরেশ গয়ালের পদত্যাগ
 
বিনিয়োগকারীদের সঙ্গে দীর্ঘ মতানৈক্যের পর অবশেষে ভারতের বিমান সংস্থা জেট এয়ারওয়েজের চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন প্রতিষ্ঠাতা নরেশ গয়াল। বোর্ড থেকে পদত্যাগ করেছেন তাঁর স্ত্রী অনীতাও। নরেশ গয়াল বর্তমানে লন্ডনে রয়েছেন। তিনি সেখান থেকে পদত্যাগের ঘোষণা দিলেও এ ব্যাপারে এখনো জেট এয়ারওয়েজ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

আশা করা হচ্ছে, এর ফলে বিমান সংস্থাটি ঋণ সংকট কাটিয়ে উঠতে নতুন করে অর্থায়ন পাবে। মূলত জেট এয়ারওয়েজের প্রধান বিনিয়োগ প্রতিষ্ঠান ইত্তেহাদ এয়ারওয়েজসহ অন্যদের পক্ষ থেকে নরেশ গয়ালকে পদত্যাগ করতে বলা হয়েছিল। কিন্তু তিনি পদত্যাগ না করায় ঋণ সংকটে থাকা বিমান সংস্থাটিতে কেউ নতুন বিনিয়োগে রাজি হচ্ছিল না। প্রতিষ্ঠানটির ঋণ এরই মধ্যে ১০০ কোটি ডলার অতিক্রম করেছে। চেয়ারম্যানের পদত্যাগের ফলে আশা করা হচ্ছে, আবারও ঘুরে দাঁড়াতে পারবে ভারতের ঐতিহ্যবাহী এ বিমান সংস্থা। ঋণের দায়ে জর্জরিত জেট এয়ারওয়েজ এরই মধ্যে ঢাকাসহ ১৩টি আন্তর্জাতিক রুটে নতুন করে ফ্লাইট বন্ধ করেছে। ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইটগুলো বন্ধ রাখা হবে বলে ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। যেসব সংস্থার কাছ থেকে বিমান ভাড়া করে জেট, তাদের পাওনা মেটানোর জন্যই নতুন করে আরো বিমান ওড়ানো বন্ধ করতে হচ্ছে সংস্থাকে। পাশাপাশি দিল্লি এবং মুম্বাই থেকে যাতায়াত করা অনেক ফ্লাইটের সংখ্যাও কমানো হয়। এ পর্যন্ত ৬০টির বেশি ফ্লাইট বন্ধ হয়েছে। বিবিসি।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved