[ সম্পাদকীয় ] 2019-03-26
 
সব হজযাত্রীর নিবন্ধন নিশ্চিতে ব্যবস্থা নিন
 
প্রতি বছর হজ করার উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছেন এদেশের ধর্মপ্রাণ মুসলমানরা। এবারও লক্ষাধিক বাংলাদেশি হজ করতে যাবেন সৌদি আরব। এজন্য অবশ্য প্রতি বছরই নানা উদ্যোগ নেওয়া হচ্ছে সরকারি-বেসরকারিভাবে। তারপরও কিছু সমস্যা ও অব্যবস্থাপনা প্রতিবছরই থেকে যাচ্ছে, যা হতাশাজনক। চলতি মৌসুমেও নিবন্ধনের মাত্র তিন দিন বাকি থাকলেও বিপুল সংখ্যক হজযাত্রীর নিবন্ধন এখনও বাকি। এতে এবারও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেই শঙ্কা। এমন পরিস্থিতিতে সব হজযাত্রী যাতে নিবন্ধন সম্পন্ন করতে পারেন, তেমন সুযোগ নিশ্চিত করা জরুরি।

গতকালের দৈনিক শেয়ার বিজে ‘এখনও নিবন্ধন করেননি সাড়ে ৪২ হাজার হজযাত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এতে বলা হয়েছে, সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ইচ্ছুক ছয় হাজার ৫৭ জন এ পর্যন্ত তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন বলে ধর্ম প্রতিমন্ত্রী জানিয়েছেন। বাকি রয়েছেন ৭৫৯ জন। অথচ বেসরকারি ব্যবস্থাপনায় ৭৫ হাজার ৫২ জন নিবন্ধন করলেও বাকি রয়েছেন ৪১ হাজার ৬৯৪ জন। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী ২৮ মার্চ নিবন্ধনের সময় শেষ হচ্ছে। এক্ষেত্রে বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুকদের ভোগান্তিতে পড়ার শঙ্কা জোরালো হচ্ছে বৈকি।

প্রতি বছর হজের মৌসুমে ফ্লাইট বিপর্যয়, হজ এজেন্সিগুলোর অনিয়ম, পাসপোর্ট ও নিবন্ধন জটিলতাসহ নানা বিশৃঙ্খলা দেখা দেয়। এতে তীব্র ভোগান্তিতে পড়তে হয় হজযাত্রীদের। সব প্রস্তুতি শেষ করেও সৌদি আরব যেতে ব্যর্থ হন অনেকে। সারা জীবনের সঞ্চয় দিয়ে হজে যাওয়ার প্রস্তুতি নিয়ে শেষ মুহূর্তে এভাবে সমস্যায় পড়লে হতাশার শেষ থাকে না। এবারও সে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে হজ এজেন্সিগুলোর অনিয়মে জড়িয়ে পড়া ও দায়িজ্ঞানহীন কর্মকাণ্ডের কিছু নমুনা ইতোমধ্যে দেখা দিতে শুরু করেছে বলে অনেকে মনে করছেন। এক্ষেত্রে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।

সৌদি আরবে যেতে ইচ্ছুক প্রতিটি হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। সেজন্য চলতি বছরের বাকি ৪১ হাজারের অধিক হজযাত্রীর যাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনে সময় বৃদ্ধি করতে হবে। এছাড়া হজ এজেন্সিগুলোর বিরুদ্ধে কোনো গাফিলতি বা অনিয়মের প্রমাণ পেলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। সৌদি আরবে গিয়ে হাজীরা যাতে কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া জরুরি। হজের মতো ধর্মীয় কর্মকাণ্ড নির্বিঘ্ন করতে কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। এক্ষেত্রে হজে গমনেচ্ছুদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়া প্রয়োজন বলেও আমরা মনে করি।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved