[ পাতা ১২ ] 2019-04-19
 
লক্ষ্যমাত্রা অনুযায়ী হয়নি বেসরকারি বিনিয়োগ
 
সরকারের দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনায় (২০১০-২০২১) অর্থবছরভিত্তিক বেসরকারি বিনিয়োগের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, তা অর্জন করা সম্ভব হয়নি। এক দশকের এ পরিকল্পনায় অবশ্য প্রথম দুই অর্থবছরে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন হয়েছে। এর পর থেকে কোনো অর্থবছরেই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। প্রথম প্রেক্ষিত পরিকল্পনার মধ্যমেয়াদি পর্যালোচনা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এ প্রতিবেদন তৈরি করেছে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রতিবেদন উপস্থাপন করেন জিইডি সদস্য ড. শামসুল আলম। 

মধ্যমেয়াদি মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বেসরকারি বিনিয়োগ লক্ষ্যমাত্রার নিচে রয়েছে। স্থানীয় নতুন বিনিয়োগকারীরা বিনিয়োগে আসছেন না। এ সময়ে প্রতিযোগী দেশগুলোতে বিদেশি বিনিয়োগ বাড়লেও বাংলাদেশে বাড়েনি। মূলত দুর্বল বিনিয়োগ পরিবেশের কারণে বিনিয়োগে সাড়া পাওয়া যাচ্ছে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সহজে ব্যবসায় পরিচালনা সূচক বা ডুয়িং বিজনেস সূচক এবং উৎপাদনশীলতা সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে। বিদ্যুৎ উৎপাদনে উন্নতি হলেও ব্যাপক অবকাঠামোর ঘাটতি রয়ে গেছে বাংলাদেশের। এ কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ এগোচ্ছে খুব ধীরগতিতে। ফলে অনেক বিনিয়োগকারী আগ্রহ থাকার পরও বিনিয়োগ করতে পারছেন না। এ ছাড়া এ দেশে উচ্চ করপোরেট করের কারণেও বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

জানতে চাইলে জিইডির সদস্য ড. শামসুল আলম সমকালকে বলেন, প্রায় ১০ বছর আগে বেসরকারি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। পরে তা পুনর্গঠন করা হয়েছে। প্রেক্ষিত পরিকল্পনায় মূল লক্ষ্য অর্জন না হলেও সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যে লক্ষ্য ধরা হয়, তা অর্জন হয়েছে। 

প্রেক্ষিত পরিকল্পনা অনুযায়ী ২০১২-১৩ অর্থবছর থেকে বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় সরকার। ২০১২-১৩ অর্থবছরে জিডিপির অনুপাতে ২২ দশমিক ৭ শতাংশ বিনিয়োগের লক্ষ্য ধরা হয়। বিনিয়োগ আসে ২১ দশমিক ৮ শতাংশ। ২৩ দশমিক ৮ শতাংশ বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছিল ২০১৩-১৪ সালে। কিন্তু অর্জন হয়েছে ২২ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে বিনিয়োগ ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য ধরা হয়। ওই অর্থবছরে জিডিপির ২২ দশমিক ১ শতাংশ বিনিয়োগ এসেছে। ২৩ দশমিক ৭ শতাংশ বিনিয়োগের লক্ষ্য ছিল ২০১৫-১৬ সালে। এ সময়ে বিনিয়োগ হয়েছে ২২ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ২০১৬-১৭ অর্থবছরে বিনিয়োগ হয়েছে ২৩ দশমিক ১ শতাংশ। ওই অর্থবছরে লক্ষ্য ধরা হয় ২৩ দশমিক ৯ শতাংশ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved