[ পাতা ৮ ] 2019-04-19
 
কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি শুরু
 
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর চালু হওয়ার পর শুধু ভারত থেকে কয়লা ও পাথর আমদানি করা হলেও কোনো পণ্য রফতানি হয়নি। গতকাল প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে বাংলাদেশী পণ্য ভারতে রফতানি করা হয়।

গতকাল দুপুর সাড়ে ১২টায় প্রাণ আরএফএল গ্রুপের প্লাস্টিকপণ্য রফতানির মাধ্যমে প্রথমবারের মতো এ স্থলবন্দর দিয়ে পণ্য রফতানি শুরু হয়েছে।

সোনাহাট স্থলবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১১ জুন সোনাহাট স্থলবন্দর পূর্ণাঙ্গভাবে চালু হওয়ার পর ভারত থেকে পাথর ও কয়লা আমদানি চলমান থাকলেও এতদিন বাংলাদেশী কোনো পণ্য রফতানি হয়নি।

সোনাহাট স্থলবন্দরের ট্রাফিক ইন্সপেক্টর মো. কিবরিয়া জলিল জানান, বন্দরটি চালু হওয়ার পর থেকেই শুধু ভারত থেকে কয়লা ও পাথর আমদানি করে আসছিলেন এখানকার ব্যবসায়ীরা। আজই প্রথমবারের মতো বাংলাদেশী পণ্য আরএফএল কোম্পানির প্লাস্টিক ফার্নিচার-ভর্তি একটি ট্রাক ভারতে যাত্রা করেছে। এর মাধ্যমে রফতানি কার্যক্রম শুরু হলো।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved