[ প্রথম পাতা ] 2019-05-27
 
জাপানের সঙ্গে হচ্ছে ২.৫ বিলিয়ন ডলার চুক্তি
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন টোকিও সফরকালে জাপানের সঙ্গে পাঁচটি শীর্ষ মেগা প্রকল্পের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের  চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রত্যাশা করছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ১২ দিনের ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী আগামী ২৮ মে ঢাকা ত্যাগ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই ত্রিদেশীয় সফরসূচিতে রয়েছে জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড। প্রধানমন্ত্রীর এই সফরকে সামনে রেখে ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার এই আসন্ন টোকিও সফরকালে দুই দেশের মধ্যে ৪০তম ওডিএ (অফিশিয়াল উন্নয়ন সহায়তা) প্যাকেজের আওতায় ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষরিত হবে। যা গত বছরের ওডিএর তুলনায় ৩৫ শতাংশ বেশি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানিজ ৪০তম ওডিএ প্যাকেজের আওতায় যে পাঁচটি শীর্ষ মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে সেগুলো হচ্ছে- মাতারবাড়ী বন্দর উন্নয়ন প্রকল্প, ঢাকা মাস্ র‌্যাপিড ট্রানজিট উন্নয়ন প্রকল্প, সরাসরি বিদেশি বিনিয়োগ উন্নয়ন প্রকল্প, জ্বালানি দক্ষতা এবং সংরক্ষণ উন্নয়নে অর্থায়ন প্রকল্প, মাতারবাড়ী অতি উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ প্রকল্প। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রিদেশীয় এই সফরে প্রধানত রোহিঙ্গা সংকটের ইস্যুটি ব্যাপকভাবে আলোচিত হবে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved