[ প্রথম পাতা ] 2019-05-27
 
তিন দেশ সফরে ২৮ মে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী : জাপানের সঙ্গে সই হবে আড়াই বিলিয়ন
ডলারের ওডিএ
 
জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৮ মে জাপান দিয়ে প্রধানমন্ত্রী তার সফর শুরু করবেন। প্রধানমন্ত্রীর জাপান সফরকালে দুই দেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স) সহযোগিতা চুক্তি সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে ২৮ মে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রীর জাপানে এটাই প্রথম দ্বিপক্ষীয় রাষ্ট্রীয় সফর। জাপান সফর শেষে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) শীর্ষ সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফর করবেন তিনি। সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। ফিনল্যান্ড সফর শেষে আগামী ৮ জুন তিনি দেশে ফিরবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাপানের বিখ্যাত গণমাধ্যম ‘নিক্কেই’র উদ্যোগে আয়োজিত ‘ফিউচার অব এশিয়া’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেবেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গেও বৈঠক করবেন। এ সময় দুদেশের মধ্যে আড়াই বিলিয়ন ডলারের ৪০তম ওডিএ সহযোগিতা চুক্তি সই হবে। এ অর্থ দিয়ে মহেশখালীর মাতারবাড়ীতে বিদ্যুৎ প্রকল্প, অবকাঠামো উন্নয়ন, মাস র্যাপিড ট্রানজিটসহ (এমআরটি) মোট পাঁচটি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

২৮ মে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে শেখ হাসিনার ভাষণ দেয়ার কথা রয়েছে। এরপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদও বক্তব্য দেবেন ওই অনুষ্ঠানে। পরদিন অন্য একটি অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে অংশ নেবেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে কিনা জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে আমরা কাজ করছি। এ ধরনের বৈঠক সাধারণত শেষ মুহূর্তে নির্ধারণ হয়ে থাকে।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আমরা জাপানের সহযোগিতা চাইব। জাপান সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছে ৫৩ সদস্যবিশিষ্ট একটি ব্যবসায়ী প্রতিনিধি দল।

৩১ মে ওআইসি সম্মেলনে অংশ নিতে প্রধানমন্ত্রী জাপান থেকে সরাসরি সৌদি আরব যাবেন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ৩১ মে মক্কায় বক্তৃতা পর্বে বিশ্বের একাধিক সংকট নিরসনে দিকনির্দেশনামূলক ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ওই সম্মেলনে ওআইসির সদস্যরাষ্ট্র, পর্যবেক্ষক, ওআইসি প্রতিষ্ঠানগুলো ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানসহ মোট ১৪৮টি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেবে।

ওই সম্মেলনে অমুসলিম দেশে মুসলিম সংখ্যালঘুদের সমস্যা তথা রোহিঙ্গাদের পরিস্থিতি আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এছাড়া কতিপয় মুসলিম দেশে সংঘাত ও অন্তর্দ্বন্দ্বে বিশ্বব্যাপী মুসলমানরা যে ধরনের মানবিক বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে, কীভাবে সেগুলোর সমাধান করা যায়, বিশ্বব্যাপী যে ইসলামোফোবিয়া তৈরি হয়েছে তা দূরীকরণের উপায়, মুসলিম উম্মাহর আর্থ-সামাজিক উন্নয়নে কর্মপরিকল্পনা, ওআইসি দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, বাণিজ্যসহ বিভিন্ন ধরনের সহযোগিতা এগিয়ে নেয়া, বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনবিষয়ক ওআইসি এজেন্ডা প্রভৃতি বিষয় আলোচনায় স্থান পাবে। এছাড়াও মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং ফিলিস্তিন ও আল কুদস বিষয়ে ফিলিস্তিনিদের ন্যায়সংগত দাবি ও অধিকারের বিষয় আলোচনায় বরাবরের মতোই গুরুত্ব পাবে। সৌদি আরব সফর শেষে প্রধানমন্ত্রী ফিনল্যান্ড যাবেন। সেখানে সে দেশের রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শেখ হাসিনা। ওআইসি সম্মেলনে যোগদান ছাড়াও পবিত্র ওমরা পালন করবেন তিনি।

এক প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ৩০ মে প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় দফায় শপথ নেবেন নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি। কিন্তু আগে থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান ও ওআইসি সম্মেলনে অংশ নেয়ার জন্য সৌদি আরব সফরের সূচি নির্ধারিত থাকায় নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved