[ পাতা- ৫ ] 2019-05-27
 
বিসিক ২৮ হাজার ৪১৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে
 
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এ পর্যন্ত ১৪টি ট্রেডে ২৮ হাজার ৪১৫ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া বিসিক নকশা ও নমুনা উদ্ভাবন এবং বিতরণ করেছে যথাক্রমে ৩৩ হাজার ১২৪ ও ৬৮ হাজার ৬০টি। গতকাল রাজধানীর মতিঝিল বিসিক ভবন চত্বরে শুরু হওয়া ৫ দিনব্যাপী ‘বর্ষামেলা-১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিসিকের প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান এ কথা জানান। বিসিক এ মেলা ও প্রদর্শনীর আয়োজন করেছে। প্রধান নকশাবিদ বলেন, বিসিকের নকশা কেন্দ্রের মাধ্যমে ব্লক, বাটিক, প্রিন্টিং, পুতুল তৈরি, স্ক্রিন প্রিন্টিং, প্যাকেজিং, বাঁশ-বেতের কাজ, পাটজাত হস্তশিল্প, চামড়াজাত পণ্য, ধাতব শিল্প, বুনন শিল্প ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি ট্রেডে উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। তিনি জানান, এ পর্যন্ত বিসিকের উদ্যোগে মেলা ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে ১৭৩টি। বিসিকের পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষ প্রধান অতিথি হিসেবে ‘বর্ষামেলা-১৪২৬ ও ত্রৈমাসিক কারুশিল্প প্রদর্শনী’ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিকের পরিচালক (নকশা ও বিপণন) মো. মাহবুবুর রহমান। স্বাগত বক্তব্য দেন প্রধান নকশাবিদ শাহ নুরুজ্জামান।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved