[ প্রথম পাতা ] 2020-08-11
 
কুয়েতগামী যাত্রীদের টিকিট ইস্যু বন্ধ
দুবাই, আবুধাবি ও লন্ডন ছাড়া বিমানের সব ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত বাতিল
 
দুবাই, আবুধাবি ও লন্ডন ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক রুটের সব ফ্লাইট আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাতিল করা হয়েছে। একই সাথে কুয়েত সরকারের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-কুয়েত ঢাকা রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

গতকাল সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোকাব্বির হোসেন নয়া দিগন্তকে বলেন, আগামী ১৮ আগস্ট থেকে মালয়েশিয়া রুটে বিমানের ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

৩ দেশের বাইরে বাকি দেশগুলোতে ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে তিনি বলেন, কুয়েত সরকারের পক্ষ থেকে ৩১টি দেশের বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশও পড়েছে।

এর আগে গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বলাকা ভবন কার্যালয়ে খোঁজ নিতে গেলে কুমিল্লা থেকে টিকিট করতে আসা আটকে পড়া এক যাত্রী এ প্রতিবেদককে বলেন, আমি কুয়েতে ছিলাম। ছুটি নিয়ে ঢাকায় এসে করোনাভাইরাসের কারণে আটকা পড়েছি। শুনেছি আগস্ট মাস থেকে আবার ফ্লাইট চলাচল শুরু হয়েছে। কিন্তু আজ এখানে আসার পর জানতে পারি কুয়েতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। কাউন্টারে পাসপোর্ট জমা দিয়ে টিকিট রিকনফার্ম করতে গেলে টিকিট ইস্যু করা হবে না বলে জানানো হয়। পরে তিনি হতাশ হয়ে বিমান কার্যালয় ত্যাগ করেন।

এর আগে করোনা প্রাদুর্ভাবের কারণে ২১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সাথে আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অন্য আদেশে চীন বাদে সব দেশের সাথে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল শুরুর অনুমতি প্রদান করে সিভিল এভিয়েশন অথরিটি।

Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved