[ ব্যবসা বানিজ্য ] 2021-11-28
 
মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি শিগগিরই
 
মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা থাকলেও সেটি গত এক দশকেও আলোর মুখ দেখেনি। তবে আশার কথা, সরকারের উচ্চ পর্যায় থেকে এরই মধ্যে আশ্বস্ত করা হয়েছে, শিগগিরই ১০টি দেশের সঙ্গে এফটিএ হচ্ছে।

গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) সভাপতি রাকিব মোহাম্মদ ফখরুল এ তথ্য জানান। বিএমসিসিআইয়ের ২০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিএমসিসিআই সহসভাপতি আনোয়ার শহিদ ও মাহবুবুল আলম।

বিএমসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশ ২০২৬ সালের পর স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হবে। এ সময় বাংলাদেশ বিশ্ববাজারে কোটামুক্ত ও শুল্কমুক্ত সুবিধা হারাবে। এ প্রেক্ষাপটে টেকসই রপ্তানি প্রবৃদ্ধির জন্য বাণিজ্য মন্ত্রণালয় এবং সরকারের নীতিনির্ধারণী প্রতিষ্ঠানগুলো ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved