[ মহানগর ] 2022-01-18
 
যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে বিমানের গুয়াংজু কার্যালয় উদ্বোধন
 
রমবর্ধমান যাত্রী চাহিদার বিষয়টিকে গুরুত্ব দিয়ে চীনের গুয়াংজুতে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগ হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ গুয়াংজুতে নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেছে। বিমানের নতুন কার্যালয়ের ঠিকানা-রুম ৫০৪ বি, অ্যাট্রিয়াম এরিয়া, গুয়াংডং ইন্টারন্যাশনাল বিল্ডিং, ৩৩৯ পূর্ব হুয়াংশি রোড, গুয়াংজু, ৫১০০৯৮, চীন।

সোমবার চীনের গুয়াংজু শহরে নতুন এ কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চীনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মাহবুব উজ জামান, বিমানের করপোরেট পরিকল্পনা ও প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমডোর ডক্টর মো. মাহবুব জাহান খান (অব.), মহাব্যবস্থাপক বিপণন মোহাম্মদ সালাহউদ্দিন, চীনে বিমানের ব্যবসায়িক সহযোগী সুপার পাওয়ার লজিস্টিকসের প্রতিনিধি ফিলিপ উ, স্থানীয় বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হোসেন, চীনে কর্মরত বিমানের কান্ট্রি ম্যানেজার মো. শাহনেওয়াজ মজুমদার ও স্টেশন ম্যানেজার মোহাম্মদ শামীম হাসান। এছাড়া গণ্যমান্য অতিথি এবং বিমানের কর্মকর্তারা উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

মান্যবর রাষ্ট্রদূত মাহবুব উজ জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করছেন। চীনের সঙ্গে বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। বিমানের জন্য এটি অত্যন্ত লাভজনক গন্তব্য হবে। দেশটির সঙ্গে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালুর জন্য দূতাবাসের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।

বিমানের পরিচালক এয়ার কমডোর ডক্টর মো. মাহবুব জাহান খান (অব.) চীনে কার্গো ও চার্টার্ড ফ্লাইট পরিবহণের ক্ষেত্রে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। তিনি জানান, শুধু গুয়াংজু নয়, ভবিষ্যতে দেশটির অন্যান্য গন্তব্যেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

বিমানের মহাব্যবস্থাপক বিপণন মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, শিগগিরই এ রুটে বিমানের যাত্রীবাহী ফ্লাইট চালু হবে এবং সম্মানিত যাত্রীগণের ভোগান্তি কমে আসবে। টিকিটের মূল্যও হ্রাস পাবে।

চীনে বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধি মোহাম্মদ জাহিদ হোসেন বাংলাদেশ ও চীনের মধ্যে যাত্রীবাহী ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানান। তিনি বলেন, এর ফলে চীনে বসবাসকারী বাংলাদেশীরা উপকৃত হবেন। তারা সহজেই দেশে যাতায়াত করতে পারবেন।

সুপার পাওয়ার লজিস্টিকসের প্রতিনিধি ফিলিপ উ তাদের দিক থেকে সার্বিক সহযোগিতা প্রদানের বিষয়টি বিমান কর্তৃপক্ষকে আশ্বস্ত করেন।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved