[ শিল্প ও বাণিজ্য ] 2022-01-18
 
সফটওয়্যার খাতে নগদ সহায়তার নিয়ম সহজ হলো
 
সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানি খাতে নগদ সহায়তা পাওয়ার নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক। এখন থেকে যারা আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানি করবেন, তারাও পাবেন নগদ সহায়তা। এ ক্ষেত্রে আমদানি-সংশ্নিষ্ট তথ্যসূত্রের প্রয়োজন হবে না। পাঁচ হাজার ডলার পর্যন্ত রপ্তানি আয় প্রত্যাবাসনে (এক্সচেঞ্জ হাউস ব্যতীত) এ সুবিধা পাওয়া যাবে।

গত রোববার বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারে দেশের আইটি রপ্তানিকারকদের জন্য এ সুবিধা ঘোষণা করেছে। সার্কুলারে বলা হয়, যে মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি হবে, সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের স্বীকৃত হতে হবে। রপ্তানির বিষয়ে ক্রেতা বা আমদানিকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়ে যথাযথ ডকুমেন্ট থাকতে হবে।

ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো চুক্তি হলে রপ্তানিকারককে অনুমোদিত ডিলার ব্যাংক শাখায় সংশ্নিষ্ট ওয়েবলিংক সরবরাহ করতে হবে। এ ধরনের নগদ সহায়তা বা প্রণোদনা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান নেবে, তার কাছ থেকে ঘোষণাপত্র নিতে হবে ব্যাংককে। রপ্তানি বাবদ প্রাপ্ত অর্থের স্বপক্ষে স্বয়ংক্রিয়ভাবে তৈরি করা ইনভয়েস বা পেমেন্ট কনফার্মেশনের প্রিন্ট কপি আবেদনপত্রের সঙ্গে রপ্তানিকারককে ব্যাংক শাখায় সরবরাহ করতে হবে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved