[ শেষ পাতা ] 2022-01-18
 
ছয় মাসে বাজেটের মাত্র ২৫ শতাংশ বাস্তবায়ন
 
চলতি অর্থবছরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন। গত অর্থবছরের তুলনায় এবার অর্থনীতি অনেকটাই চাঙ্গা। তার পরও অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সরকার ব্যয় করতে পেরেছে মাত্র এক লাখ ৪৯ হাজার ৮১৬ কোটি টাকা। সে হিসাবে বাজেট বাস্তবায়ন হয়েছে মাত্র ২৫ শতাংশ, যা গত অর্থবছর ছিল ২৭ শতাংশ। বাজেট বাস্তবায়ন করতে হলে সরকারকে অর্থবছরের বাকি ছয় মাসে ৭৫ শতাংশ বা চার লাখ ৫২ হাজার ৯৫১ কোটি টাকা ব্যয় করতে হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী। বাজেট ঘোষণার আগে মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হয়। ফলে উন্নয়নকাজ অনেকটাই স্থবির ছিল। তার পরও সরকার অর্থবছরের প্রথম ছয় মাসে ব্যয় করেছিল এক লাখ ৫৫ হাজার ৩৬ কোটি টাকা।

এবার প্রেক্ষাপট ভিন্ন। চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম ছয় মাসে করোনা নিয়ন্ত্রণে ছিল। ব্যবসা-বাণিজ্যও ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। তার পরও গত অর্থবছরের তুলনায় বাজেট বাস্তবায়নে ২ শতাংশ পিছিয়ে আছে অর্থ মন্ত্রণালয়। অর্থবছরের মাঝামাঝি এসে (জুলাই-ডিসেম্বর) অগ্রগতির হার নিয়ে একটি প্রতিবেদন তৈরি করেছে অর্থ বিভাগ। প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

সরকারের বাজেটের বড় অংশই ব্যয় হয় উন্নয়নকাজে। এ জন্য প্রতি অর্থবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাধ্যমে ব্যয়ের একটি লক্ষ্য ঠিক করা থাকে। প্রতিবেদন ঘেঁটে দেখা গেছে, চলতি অর্থবছর এডিপিতে গত অর্থবছরের চেয়ে কম ব্যয় হয়েছে। চলতি অর্থবছর এডিপি ধরা হয়েছে দুই লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা। ছয় মাসে এডিপি ব্যয় হয়েছে মাত্র ৩৪ হাজার ২৪৯ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এডিপিতে ব্যয় হয়েছিল ৩৬ হাজার ২১৯ কোটি টাকা। এ খাতেও গত অর্থবছরের তুলনায় ২ শতাংশ পিছিয়ে আছে সরকার।

প্রতিবেদনে বলা হয়, এবার গত অর্থবছরের তুলনায় সরকারের আয় বেড়েছে। চলতি অর্থবছর মোট আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন লাখ ৮৯ হাজার কোটি টাকা। ছয় মাসে আয় এসেছে এক লাখ ৫১ হাজার ১৬১ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৩৮ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) তিন লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্য দেওয়া আছে। এনবিআর আয় করেছে এক লাখ ৩২ হাজার ৫৫২ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার ৩৯ শতাংশ।

চলতি অর্থবছর এনবিআরবহির্ভূত করের লক্ষ্যমাত্রা ১৬ হাজার কোটি টাকা। ছয় মাসে আদায় হয়েছে তিন হাজার ১২৫ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার মাত্র ১৯ শতাংশ। আর করবহির্ভূত প্রাপ্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৩ হাজার কোটি টাকা। ছয় মাসে অর্জন হয়েছে ১৫ হাজার ৪৮৩ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার ৩৬ শতাংশ। চলতি অর্থবছর বিদেশি অনুদান ধরা হয়েছে তিন হাজার ৪৯০ কোটি টাকা। ছয় মাসে এ খাত থেকে এসেছে মাত্র ১২ কোটি টাকা।

গত অর্থবছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা ছিল তিন লাখ ৭৮ হাজার কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছিল এক লাখ ৩৭ হাজার ৮২৯ কোটি টাকা। এটি ছিল লক্ষ্যমাত্রার ৩৬ শতাংশ। আর এর মধ্যে এনবিআরকে দেওয়া হয়েছিল তিন লাখ ৩০ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা। এনবিআর ছয় মাসে এক লাখ ৯ হাজার ৯৪২ কোটি টাকা আয় করেছিল। এটি ছিল লক্ষ্যমাত্রার ৩৩ শতাংশ।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved