[ আরো খবর ] 2022-01-18
 
দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বিজিএমইএ
 
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তৈরি পোশাক ও টেক্সটাইল খাতে বাণিজ্য সুবিধা অর্জনের ব্যাপক সম্ভাবনা রয়েছে। গত রবিবার রাজধানীর গুলশানে বিজিএমইএ পিআর অফিসে বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত লি জ্যাং-কিউন বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় এমন মন্তব্য করেন তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি।

সাক্ষাতে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শামস মাহমুদ, বিজিএমইএ সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম ও সহ-সভাপতি মিরান আলী, দক্ষিণ কোরিয়া দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি লি জান গিউল প্রমুখ উপস্থিত ছিলেন। তারা বাংলাদেশ ও কোরিয়ার মধ্যে বাণিজ্য

সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র এবং দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণের পথ প্রশস্ত করতে উভয় দেশ কীভাবে অর্থপূর্ণ সহযোগিতা দিতে পারে, তা নিয়ে আলোচনা করেন।

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান রাষ্ট্রদূত লি জ্যাং-কিউনকে অনুরোধ করেন, তিনি যেন কোরিয়ার ব্যবসায়ীদের বাংলাদেশে পশ্চাৎসংযোগ শিল্পে বিশেষ করে নন-কটন টেক্সটাইল খাতে বিনিয়োগে উৎসাহিত করার উদ্যোগ নেন। আলোচনার সময় কোরিয়ার রাষ্ট্রদূত রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেডে) ভেতরে অবস্থিত পোশাক কারখানার জন্য নতুন বাজারে রপ্তানির বিপরীতে প্রণোদনা সুবিধা সম্প্রসারণের বিষয়টি নিয়ে কথা বলেন।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved