[ অর্থ-বানিজ্য ও করপোরেট ] 2022-01-18
 
নগদ সহায়তা আরও সহজ হলো আইসিটি রপ্তানিতে
 
আন্তর্জাতিক বাজারে ৫ হাজার ডলার বা ৪ লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত সফটওয়্যার ও তথ্য প্রযুক্তি পরিষেবা (আইটিইএস) রপ্তানির ক্ষেত্রে নগদ সহায়তার প্রক্রিয়া আরও সহজ হলো। এখন আর নগদ সহায়তা প্রাপ্তিতে টেলি ট্রান্সফার (টিটি) বার্তার ভাষ্যে আমদানি সংশ্লিষ্ট তথ্যের প্রয়োজন হবে না। তবে সহায়তা পেতে কিছু শর্তজুড়ে দেওয়া হয়েছে। নতুন নির্দেশনা ফ্রিল্যান্সারদের নগদ সহায়তা প্রাপ্তিতে সহায়ক হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত ১৬ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ আইসিটি সেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানি সহজ করে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়েছে। বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত অনুমোদিত ডিলার ব্যাংক বরাবর পাঠানো নির্দেশনা মতে, আইসিটি সেবা আন্তর্জাতিক বাজারে রপ্তানি সহজ করা হলেও সহায়তা পেতে কয়েকটি শর্ত মানতে হবে। এক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে রপ্তানি কার্যক্রম সম্পাদন হতে হবে এবং যথাযথ কাগজপত্র থাকতে হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মার্কেট প্লেসের সঙ্গে চুক্তির ক্ষেত্রে রপ্তানিকারক প্রতিষ্ঠান ব্যাংক শাখাকে সংশ্লিষ্ট ওয়েবলিংক সরবরাহ করবে। একই সঙ্গে ব্যাংক শাখাকে আন্তর্জাতিক মার্কেট প্লেসের মাধ্যমে সফটওয়্যার ও আইটিইএস রপ্তানি কার্যক্রম সম্পর্কে ওয়েবলিংকসহ তথ্য সংগ্রহ ও তা যাচাই করে নিশ্চিত হতে হবে। সার্কুলার জারির তারিখ থেকে দাখিল করা নগদ সহায়তার আবেদনের ক্ষেত্রে নতুন নির্দেশনা কার্যকর হবে বলে সার্কুলারে বলা হয়েছে।
Print Close  
Print Close  
News Source
            Top
            Top
 
Home / About Us / Benifits /Invite a Friend / Policy
Copyright © Hawker 2009-2010, Allright Reserved