Hawkerbd.com     SINCE
 
 
 
 
বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১০ হাজার ৬৯৩ কোটি টাকা [ ব্যবসা বাণিজ্য ] 05/08/2022
বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১০ হাজার ৬৯৩ কোটি টাকা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে চলতি বছরের এপ্রিল থেকে জুন সময়ে দেশি-বিদেশি ২৪ হাজার ৮২১ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে। যা গত বছরের একই প্রান্তিকে ছিল ১৪ হাজার ১২৮ কোটি টাকার। সে হিসাবে চলতি বছরের এই তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ প্রস্তাবের পরিমাণ বেড়েছে ১০ হাজার ৬৯৩ কোটি টাকা বা ৭৬ দশমিক ৬৯ শতাংশ।

জানা গেছে, বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি এপ্রিল-জুন সময়ে বিডায় নিবন্ধিত শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এ সময়ে বিডায় বিনিয়োগের জন্য নিবন্ধিত হয়েছে ২৬৪টি প্রতিষ্ঠান। গত বছরের একই সময়ে যা ছিল ১৮৪টি। এ সময়ে নিবন্ধিত স্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ২২৮টি, যাদের প্রস্তাবিত বিনিয়োগ ১৮ হাজার ৩৭১ কোটি টাকার। এ খাতে গত বছরের একই সময়ের চেয়ে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় ৩৯ শতাংশ।

১৯টি বিদেশি ও ১৭টি যৌথ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এসেছে ৬ হাজার ৪৫১ কোটি টাকার। এক্ষেত্রে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে প্রায় ৬২২ শতাংশ। সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে সেবা খাতে। সবগুলো প্রস্তাব কার্যকর হলে দেশে নতুন করে ৫৮ হাজার ১২৩ জন লোকের কর্মসংস্থান হবে বলে আশা করছে বিডা।
News Source
 
 
 
 
Today's Other News
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved