Hawkerbd.com     SINCE
 
 
 
 
আগ্নেয়াস্ত্র হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছেলের ভিডিও ভাইরাল [ সারাদেশ ] 14/08/2022
আগ্নেয়াস্ত্র হাতে স্বেচ্ছাসেবক লীগ নেতার ছেলের ভিডিও ভাইরাল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগ্নেয়াস্ত্র ও গুলি হাতে এক তরুণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। জানা যায়, ভিডিওতে অস্ত্র ও গুলি হাতে থাকা ওই তরুণের নাম রাইসুল ইসলাম সীমান্ত। সে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী শফিকুল ইসলামের বড় ছেলে এবং সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডে সক্রিয় কিশোর গ্যাং 'টেনশন গ্রুপে'র নেতা।

এই গ্যাংয়ের বিরুদ্ধে ২ নম্বর ওয়ার্ডে সন্ত্রাসী কার্যকলাপ, যৌন হয়রানিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ অভিযোগে গত ৬ আগস্ট সীমান্তসহ ৭ জনকে ছোরা, সুইচ গিয়ার, লোহা, স্টিলের পাইপসহ গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে।

ফেসবুকে আগ্নেয়াস্ত্রসহ সীমান্তের ভিডিও ছড়িয়ে পড়ায় এলাকাবাসী তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে অস্ত্রটি উদ্ধারের দাবি জানিয়েছে। তবে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে শফিকুল বলেছেন, রাজনৈতিক প্রতিপক্ষ ভিডিওটি এডিট করে তাঁর ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে। তিনি আরও দাবি করেন, তাঁর ছেলে ভারতের দার্জিলিং থেকে এসএসসি পাস করেছে। বর্তমানে সেখানেই ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছে। ৩ মাস আগে ছুটিতে বাড়িতে আসে সে।

ভিডিওতে দেখা যায়, 'টেনশন গ্রুপে'র প্রধান সীমান্ত পিস্তল ও গুলি নিয়ে গানের সঙ্গে নাচানাচি করছে। একপর্যায়ে খালি রিভলবার বন্ধু রুবেলের দিকে তাক করে তাকে ডেকে তার দিকে ব্লাঙ্ক ফায়ার করছে। আরেকটি ভিডিওতে দেখা যায়, তারা কয়েকজন মিলে এক যুবককে শাসাচ্ছে।

নাম প্রকাশ না করার শর্তে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, সীমান্তের টেনশন গ্রুপের কাছে জিম্মি হয়ে পড়েছে এলাকার সাধারণ মানুষ। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তাদের বখাটেপনা থেকে রক্ষা পায় না। প্রতিবাদ করলে পরিবারের ওপর নানা ঝামেলা আসে। হুমকি-ধমকি দিয়ে ভয়ভীতি দেখানো হয়। ফলে কেউ আইনের আশ্রয় নিতে সাহস করে না।

এলাকাবাসী জানান, প্রচণ্ড শব্দ করে বাইকের হর্ন বাজিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলাচল করা তাদের অভ্যাস। মোটরসাইকেল নিয়ে গভীর রাত পর্যন্ত বিভিন্ন পাড়া-মহল্লায় চলে তাদের মহড়া। এ বাহিনীর সদস্য সংখ্যা অর্ধশতাধিক। অস্ত্র, মাদক তাদের নিত্যদিনের সঙ্গী। ভিডিওতে যে টর্চার সেল দেখা গেছে, সেখানে বিভিন্ন তরুণ-যুবকদের ধরে নিয়ে নির্যাতন করে টাকা-পয়সা, মোবাইল রেখে দেয় তারা। নির্যাতনের শিকার কেউ ভয়ে মুখ খোলেন না।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই মোখলেসুর রহমান জানান, সীমান্তসহ গ্রেপ্তারদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। এ সপ্তাহেই তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে। থানার ওসি (তদন্ত) হাফিজুর রহমান মানিক বলেন, ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্র চালানোর ভিডিওটি তাঁরা হাতে পেয়েছেন। খুব শিগগিরই অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করবেন। র‌্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা বলেন, কিশোর গ্যাং দমনে তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। র‌্যাবও এই অবৈধ অস্ত্র উদ্ধারের চেষ্টা করবে।
News Source
 
 
 
 
Today's Other News
• চাকরি হারালেন শিক্ষক নেতা কাওছার আলী
• নুডলসের প্যাকেটে কোটি টাকার হীরা পাচার
• রংধনুর রফিকের দুর্নীতি অনুসন্ধানে দুদক
• সাদ মুসা গ্রুপের এমডি ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
• ব্যাংক ডাকাতি : রুমা ছাত্রলীগ সভাপতিসহ ৭ জন কারাগারে
• কেন বছরে ৭০০ কোটি ডলার পাচার হচ্ছে: ফরাসউদ্দীন আহমেদ
• তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন
• অর্থ আত্মসাৎ মামলায় যুবলীগ নেতার কারাদন্ড
• ঘুষ লেনদেনের সময় পাউবোর ২ প্রকৌশলী আটক, কক্ষ থেকে ৬ লাখ টাকা জব্দ
• সাড়ে ছয় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved