Hawkerbd.com     SINCE
 
 
 
 
তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বাড়ছে [ বাংলাদেশ ] 14/08/2022
ওয়েবিনারে বক্তারা
তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগ বাড়ছে
দেশে তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। অস্বাস্থ্যকর ও মাত্রারিক্ত ট্রান্স ফ্যাটযুক্ত খাবারগ্রহণ, খেলাধুলা ও কায়িকশ্রমহীন জীবনযাপন, তামাকাসক্তি, স্থূলতা প্রভৃতি কারণে তরুণদের মধ্যে এসব রোগের প্রকোপ বেশি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষ্যে শনিবার অ্যাডভোকেসি ও গবেষণা প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) আয়োজিত ওয়েবিনারে বক্তরা এসব কথা বলেন।

'উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকি এবং আমাদের যুব সমাজ' শীর্ষক ওয়েবিনারে বক্তারা বলেন, তারুণ্য হোক উচ্চ রক্তচাপ ও হৃদরোগ ঝুঁকিমুক্ত। তারা বলেন, উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ ও মৃত্যু ঝুঁকি বাড়ে। দেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের একজনের উচ্চ রক্তচাপ, যা অত্যন্ত উদ্বেগজনক। জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, দেশে মোট তরুণের সংখ্যা ৪ কোটি ৫৯ লাখ। তরুণদের সুরক্ষায় সব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রে উচ্চ রক্তচাপ চিকিৎসা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। এছাড়াও স্বাস্থ্যসম্মত জীবনযাপন; যেমন- অতিরিক্ত লবণ খাওয়া পরিহার, ফাস্টফুট ও ট্রান্স ফ্যাটযুক্ত খাবার এড়িয়ে চলা, ধূমপান না করা, নিয়মিত ব্যায়াম ও শারীরিকভাবে সক্রিয় থাকার বিষয়ে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

ওয়েবিনারে ট্রান্স ফ্যাটঘটিত হৃদরোগ ঝুঁকি মোকাবেলায় সরকারকে 'খাদ্যদ্রব্যে ট্রান্স ফ্যাটি এসিড নিয়ন্ত্রণ প্রবিধানমালা ২০২১', বাস্তবায়নের আহ্বান জানানো হয়। আন্তর্জাতিক যুব দিবস-২০২২ উপলক্ষে এ আয়োজনে সহযোগিতা করেছে গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটর (জিএইচএআই)।

ওয়েবিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই-এর কর্মকর্তা মুহাম্মদ রুহুল কুদ্দুস, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রমক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির প্রোগ্রাম ম্যানেজার ডা. ফজলে এলাহী খান, ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমন্ত কুমার সাহা, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রজ্ঞা'র কো-অর্ডিনেটর মাহমুদ আল ইসলাম শিহাব। দেশের বিভিন্ন অঞ্চল থেকে যুব প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
News Source
 
 
 
 
Today's Other News
• উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে প্রশিক্ষণ
• মাঝেমধ্যে একা চুপচাপ বসে থাকাও কেন জরুরি
• ফ্যাটি লিভারের সমস্যা প্রতিরোধে জীবনযাপনে আনুন ৫ পরিবর্তন
• গরমে শরীরের জন্য উপকারী যেসব মসলা
• গরমে শিশুর ডায়রিয়া
• গরমেও কি ব্যায়াম করা যাবে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved