Hawkerbd.com     SINCE
 
 
 
 
স্কুলের ১০০ গজে প্রাইভেটকার নেয়া যাবে না [ অনলাইন ] 08/09/2022
স্কুলের ১০০ গজে প্রাইভেটকার নেয়া যাবে না
আলোচনা সভায় ডিএনসিসি মেয়র
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ডিএনসিসির স্কুল এলাকার একশো গজের মধ্যে স্কুলবাস ছাড়া কেউ প্রাইভেটকার নিয়ে সন্তানদের ওঠানামা করাতে পারবেন না। গতকাল বুধবার নগর ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ‘শ্যাটল ফর স্কুল’ নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়। এই অ্যাপ দিয়ে বাসা থেকে স্কুলে রওনা দেয়া থেকে শুরু করে স্কুলে গিয়ে পৌঁছানো পর্যন্ত সন্তানের অবস্থান জানতে পারবেন অভিভাবকরা। জানানো হয়েছে, স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের জন্য একই অ্যাপের আলাদা রেজিস্ট্রার্ড উইং থাকবে। শুরুতে চারটি স্কুলে পাইলটিং করা হবে। এরপর সব স্কুলে চালু হবে এ সেবা।

মেয়র জানান, রাজধানীতে এসি কোচ, নন এসি কোচ নামানোর উদ্যোগ নেয়া হচ্ছে। ৩০ সিটের এসি বাসে ২ কিলোমিটার পর্যন্ত দূরত্বে সর্বনিম্ন ভাড়া ৬৮৮০ টাকা। ১৩ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৭৫৬০ টাকা। ৪ কিলোমিটার ও ৬ কিলোমিটার পর্যন্ত এ ভাড়া ৪২০০ এবং ৬৭৭০ টাকা। স্কুলের সময়সূচিও একটা সময়ে করা হচ্ছে বলে জানান ডিএনসিসি মেয়র।

ডিএনসিসির অন-স্ট্রিট পার্কিং ব্যবস্থা আসছে। সড়কে গাড়ি রাখলেই গুণতে হবে টাকা। সেই টাকার পরিমাণ হবে ঘণ্টায় ১০০ টাকা পর্যন্ত। এই নিয়ম চালু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। মূলত নগরীর সড়কে গাড়ি না রাখার জন্যই এমন উদ্যোগ ডিএনসিসির। পৃথিবীর অন্য বড় শহরগুলোর মতো ঢাকার সড়কেও অন-স্ট্রিট কার পার্কিং বা সড়কের উপরেই গাড়ি পার্কিংয়ের উদ্যোগ নিয়েছে ডিএনসিসি।

অন-স্ট্রিট পার্কিং ব্যবস্থা চালুর অন্যতম প্রধান উদ্দেশ্য রাস্তায় গাড়ি না রাখা। যদি কেউ রাখে তাহলে তাকে মোটা অংকের অর্থ গুণতে হবে। প্রথম দুই ঘণ্টায় নেয়া হবে ৫০ টাকা। সেক্ষেত্রে ১ মিনিট রাখলেও ৫০ টাকা দিতে হবে, আবার দুই ঘণ্টা রাখলেও ৫০ টাকা। এরপর আরও এক ঘণ্টা রাখলে পরবর্তী ঘণ্টার জন্য গুণতে হবে ৭৫ টাকা। অর্থাৎ তিন ঘণ্টায় দিতে হবে ১২৫ টাকা। আর এই সময়ের অতিরিক্ত সময় যদি কেউ রাস্তায় গাড়ি পার্ক করে রাখে তাহলে তাকে প্রতি ঘণ্টায় গুণতে হবে ১০০ টাকা। এই পদ্ধতি চালু হলে রাস্তায় গাড়ি পার্কিং কমে আসবে বলে মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, এই পদ্ধতি চালু করার মূল উদ্দেশ্য হচ্ছে রাস্তায় গাড়ি না রাখার জন্য উৎসাহিত করা। কেউ যদি ঘণ্টার পর ঘণ্টা গাড়ি রেখে দেয় তাহলে তাকে জরিমানা দিতে হবে।
News Source
 
 
 
 
Today's Other News
• বেদখল জমিতে হচ্ছে লেক পার্ক
• অফিস-বাড়িতে মশার লার্ভা পাওয়া গেলে জরিমানা: মেয়র আতিক
• মুগদায় দ্বিতীয় দিনেও গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি-দোকানপাট
• মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত, সংক্ষুব্ধ রিহ্যাব
• মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালা প্রস্তুত, সংক্ষুব্ধ রিহ্যাব
• অবকাঠামো উন্নয়নে নজর দিলেও নাগরিক সুবিধা নিশ্চিতে ব্যর্থ
• মতামত ছাড়াই ইমারত নির্মাণ বিধিমালায় ক্ষোভ
• ক্রমাবনতিশীল ঢাকার পরিবেশ: একদিন কি মৃত শহরে পরিণত হবে?
• গাজীপুরে বিভিন্ন রিসোর্ট ও হ্যাচারির দখলে থাকা সাত একর বনভূমি উদ্ধার
• ‘নিবন্ধন ও নকশা ছাড়াই’ ভবন নির্মাণ, ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে মারমুখী আচরণ
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved