Hawkerbd.com     SINCE
 
 
 
 
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর স্থাপন করবেন প্রধানমন্ত্রী [ অনলাইন ] 18/09/2022
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র : দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর স্থাপন করবেন প্রধানমন্ত্রী
অক্টোবরের মাঝামাঝি রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপন করা হবে। দ্বিতীয় ইউনিটে রিঅ্যাক্টর স্থাপন হলে এই প্রকল্প মাইলফলক অর্জন করবে। সব ধরনের অগ্রগতি আরো বেশি দৃশ্যমান হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিঅ্যাক্টর ভেসেল স্থাপন কাজের উদ্বোধন করবেন। তবে এখনো তারিখ নির্ধারণ হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের সঙ্গে আলোচনার পর তারিখ নির্ধারণ হবে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সূত্র জানায়, রিঅ্যাক্টর ভেসেল স্থাপন করা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ‘রিঅ্যাক্টর ভেসেল’কে যেকোনো পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের হার্ট বা হৃদপিণ্ড বলা হয়। রিঅ্যাক্টর ভেসেল স্থাপনের জন্য রিঅ্যাক্টর ভবনের বিভিন্ন স্তরের অবকাঠামো কাজ শেষ হয়েছে। অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।
গত জুনে ২০২১ সালের ১০ অক্টোবর এনপিপির প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপন করা হয়। ২০২৩ সালের শেষের দিকে প্রকল্পের প্রথম ইউনিটে ‘নিউক্লিয়ার ফুয়েল লোডিং’ উদ্বোধনের সম্ভাবনা রয়েছে। ফুয়েল লোডিংয়ের মধ্য দিয়েই দেশের প্রথম রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে যাবে।

২০২১ সালের ১০ অক্টোবর এনপিপির প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভেসেল স্থাপনের সময় করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে উদ্বোধন ঘোষণা করেন। তবে এবার যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এবারের অনুষ্ঠানেও বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের (রসাটম) মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান জানান, শেখ হাসিনা এ রিঅ্যাক্টর স্থাপন কাজের উদ্বোধন করবেন। এজন্য সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে আলোচনার পর সবকিছু সমন্বয় করে তারিখ নির্ধারণের প্রক্রিয়া চলছে। তিনি যখন সময় দেবেন তখনই তারিখ চূড়ান্ত হবে। আমরা অক্টোবরের মাঝামাঝি সময়ে রিঅ্যাক্টর স্থাপনের আশা রাখছি। প্রকল্পের সব কাজ শিডিউল অনুযায়ী এগিয়ে চলছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রকল্প পরিচালক পরমাণু বিজ্ঞানী ড. শৌকত আকবর বলেন, রিঅ্যাক্টর স্থাপনের জন্য আমাদের যে প্রস্তুতি নেয়া প্রয়োজন ছিলো তা সব সম্পন্ন হয়েছে। আগামী মাসের মাঝামাঝিতে এটা হতে পারে।

এর আগে গত বছরের আগস্টে রাশিয়া থেকে দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরটি বাংলাদেশে এসে পৌঁছায়। রসাটমের জেএসসি এইএম টেকনোলোজির ভল্গোদনস্ক শাখার এটোমম্যাস প্ল্যান্টে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টরসহ ভারি সরঞ্জামগুলো তৈরি করা হয়েছে। ৩৩৩ দশমিক ৬ টন ওজনের ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর ভেসেল তৈরি করতে ২ বছরের বেশি সময় লাগে। তৈরির পর এটোমম্যাসের কারখানা থেকে রিঅ্যাক্টর ভেসেল ভল্গোদনস্কের পানির রিজার্ভয়ারে নেয়া হয়। এরপর বার্জে উঠিয়ে পাঠানো হয় নভোরোসিস্কে। তারপর এটি কৃষ্ণ সাগর ও সুয়েজ খাল হয়ে ১৪ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশের মোংলা বন্দরে আসে। এ কার্গো পরিবহনে ২ মাসের বেশি সময় লাগে।
প্রসঙ্গত, রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তি, আর্থিক ও প্রকল্প বাস্তবায়নসহ সার্বিক সহযোগিতায় নির্মিত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
News Source
 
 
 
 
Today's Other News
• গ্যাসসংকটে শিল্পায়নে গতি নেই
• অর্থনীতিতে বিদ্যুৎ-গ্যাসের অবদান কমছে
• বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন কমেছে ৬০ শতাংশ পর্যন্ত : তীব্র তাপপ্রবাহে দুর্ভোগ চরমে
• বিদ্যুতে অপরিশোধিত বিল ৬০ হাজার কোটি টাকা
• জালালাবাদে কম্প্রেসর স্থাপন স্থগিত শেভরনের
• জলবিদ্যুতে বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান নেপালের
• ভারত-নেপালের সঙ্গে জ্বালানি চুক্তি দ্রুত বাস্তবায়ন চায় বাংলাদেশ
• জ্বালানি তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়াতে পারে
More
Related Stories
 
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
Forward to Friend Print Close Add to Archive Personal Archive  
 
 
Home / About Us / Benifits / Invite a Friend / Policy
Copyright © Hawker 2013-2012, Allright Reserved